পৌষ পূর্ণিমা ২০২৫র তিথি শুরু হয়ে গিয়েছে। সোমবারকে মনে করা হয় শিবের পুজোর দিন। এই দিনে মহাকুম্ভের সময়কালে ২০২৫ সালের পৌষ পূর্ণিমার তিথি খুবই শুভ বলে মনে করা হচ্ছে। ধর্মীয় বিশ্বাস রয়েছে, এই পূর্ণিমা তিথিতে চাঁদ তার ষোলো কলার সঙ্গে সংযুক্ত হতে পারে। এদিকে আজ থেকে রয়েছে কুম্ভমেলা ঘিরে পূণ্যস্নানের তিথি। এই প্রেক্ষাপটে দেখে নেওয়া যাক, পৌষ পূর্ণিমা আর কতক্ষণ থাকবে।
পৌষ পূর্ণিমা ২০২৫:-
পঞ্জিকা অনুসারে পৌষ পূর্ণিমা শুরু হয়ে গিয়েছে। আজ ১৩ জানুয়ারি, সোমবার ভোর ৫ টা ০১ মিনিট থেকে এই শুভ তিথি তৈরি হয়েছে। আর তিথি শেষ হবে ১৪ জানুয়ারি। ১৪ জানুয়ারি ২০২৫ সালে, অর্থাৎ মঙ্গলবার ভোর ৩ টে ৫৭ মিনিটে এই তিথি শেষ হবে। উদয়া তিথি অনুসারে আজ ১৩ জানুয়ারি রয়েছে পৌষ পূর্ণিমা।
পৌষ পূর্ণিমায় পুজো:
পৌষ পূর্ণিমার দিনে স্নান ছাড়াও আজ সূর্যদেবের পুজো ও লক্ষ্মী নারায়ণের পুজো খুবই শুভ। পূর্ণিমার দিনে কনকধারা স্তোত্র, শ্রীসুক্ত ও বিষ্ণুর সহস্রনাম পাঠ খুবই শুভ বলে মনে করা হয়। পূর্ণিমা তিথিতে স্নান ও দানের বিপুল মাহাত্ম্য রয়েছে। এছাড়াও সুখ আর সৌভাগ্যে বৃদ্ধি হবে।
প্রয়াগরাজে কুম্ভের শুরু:-
পৌষ পূর্ণিমার মধ্য দিয়ে উত্তর প্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলার শুরু হয়েছে। চলতি বছরে মহাকুম্ভের আয়োজন হয়েছে। ১২ বছর পর এই তিথি রয়েছে। এই মহাকুম্ভে শাহি স্নানে পূণ্য অর্জনে প্রয়াগরাজে প্রায় ৪০ কোটি ভক্তের সমাগমের আশা রয়েছে। আজ থেকেই রয়েছে পূণ্য স্নানের তারিখ। পৌষ পূর্ণিমা তিথিতে এই পূণ্যস্নান হতে চলেছে। অনেকেই এই স্নানকে অমৃতস্নান বলে থাকেন।
মাঘ পূর্ণিমা ২০২৫ তিথি:-
এরপর মাঘ পূর্ণিমা তিথি রয়েছে। পরের মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে রয়েছে মাঘ পূর্ণিমা তিথি। মাঘ পূর্ণিমা ১২ ফেব্রুয়ারি ২০২৫ সালে রয়েছে। মাঘ পূর্ণিমায় অনেকেই দান, স্নান ও মৌনব্রত নিয়ে থাকেন। মাঘ পূর্ণিমার দিনটি পড়েছে বুধবার।