অনামিকা মিত্র
জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। এবার ফলহারিণী অমাবস্যার দিন পড়েছে ২৯ মে রবিবার থেকে ৩০ মে সোমবার, যতক্ষণ পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে ৷
এই অমাবস্যা তিথি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ ৷ এই দিন বিভিন্ন মরশুমী ফল দিয়ে মায়ের পুজো সম্পন্ন করা হয় ৷ ফল দিয়ে পুজো করার বিশেষ মাহাত্ম্য আছে ৷ মনে করা হয় ফলহারিণী অমাবস্যায় মাকে ফল দিয়ে পুজো দিলে অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ কর্মফলের প্রাপ্তি হয় ৷
বলা হয়ে থাকে, যে বিশেষ মরশুমী ফল দিয়ে মানসিক করা হয়, সেই ফলটি আগামী এক বছর পর্যন্ত আর গ্রহণ করা যায় না ৷
চলুন দেখে নেওয়া যাক, এ বছরে এই অমাবস্যা তিথির নির্ঘণ্ট ৷
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে
এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে , বাংলা ক্যালেন্ডার মতে ১৪ জ্যৈষ্ঠ। ইংরেজি ক্যালেন্ডার মতে ২৯ মে। রবিবার সময় দুপুর ২টো বেজে ৫৭ মিনিটে তিথি শুরু হবে ৷
অমাবস্যা তিথি শেষ হচ্ছে, বাংলা ক্যালেন্ডার মতে ১৫ জ্যৈষ্ঠ। ইংরেজি ক্যালেন্ডার মতে ৩০ মে। সোমবার বিকেল পাঁচটায় ৷
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে
অমাবস্যা তিথি আরম্ভ হচ্ছে, বাংলা ক্যালেন্ডার মতে ১৪ জ্যৈষ্ঠ। ইংরেজি ক্যালেন্ডার মতে ২৯ মে। রবিবার দুপুর ২টো বেজে ২৫ মিনিট ১৭ সেকেন্ডে।
অমাবস্যা তিথি শেষ হচ্ছে, বাংলা ক্যালেন্ডার মতে ১৫ জ্যৈষ্ঠ। ইংরেজি ক্যালেন্ডার মতে ৩০ মে। সোমবার সময় দুপুর ৩টে বেজে ৪৮ মিনিট ২৬ সেকেন্ডে ৷