বাংলা নিউজ > ভাগ্যলিপি > Phalaharini Kalipuja 2022: ফলহারিণী অমাবস্যায় কালীপুজো কেন করা হয়? এই পুজোর ইতিহাস আর মাহাত্ম্য জেনে নিন

Phalaharini Kalipuja 2022: ফলহারিণী অমাবস্যায় কালীপুজো কেন করা হয়? এই পুজোর ইতিহাস আর মাহাত্ম্য জেনে নিন

কেন ফলহারিণী কালীপুজো করা হয়?

ফলহারিণী কালীপূজা কেন করা হয়? এই দিন পুজো করলে কী ফল লাভ হয়? কেন এই তিথি রামকৃষ্ণ মিশনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ?

জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফলহারিণী কালীপূজা অনুষ্ঠিত হয়।মোক্ষফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য আছে ৷

এইদিন মাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো করা হয়। কিন্তু এই অমাবস্যাকে কেন ফলহারিণী অমাবস্যা বলা হয় জানেন? জেনে নিন, এই দিনটির মাহাত্ম্য।

বলা হয়, এই অমাবস্যার তিথিতে মায়ের পুজো ভালো ভাবে সম্পন্ন করলে, মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান ৷ সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেই এই অমাবস্যার কালীপুজোরে ফলহারিণী কালীপুজো বলা হয়।

এই দিন পরমহংস রামকৃষ্ণ দেব মা সারদাদেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন।তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলাহারিণী কালীপুজো ষোড়শী পুজো নামে পরিচিত।

বলা হয়, এই দিন মায়ের বিশেষ পুজোয় সকলের বিদ্যা, কর্ম ও অর্থ ভাগ্যের উন্নতি ঘটে। সাংসারিক দাম্পত্য জীবন ও নানা ক্ষেত্রে মানুষ যে বাধার সম্মুখীন হন, সে বাধা কেটে যায় এবং মায়ের কৃপায় অভিষ্ঠ ফল লাভ হয়। সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকের জাগরণ ঘটে এই বিশেষ তিথিতে ৷

বন্ধ করুন