বিভিন্ন গ্রহের সমাহারে তৈরি হতে চলেছে বিশেষ বিরল যোগ। প্রসঙ্গত, তিন বিরল রাজযোগের সমাহার ৬১৭ বছর পর দেখা যেতে চলেছে। বর্তমানে বৃহস্পতি রয়েছে মীন রাশিতে, শনির সঙ্গে সূর্য রয়েছে কুম্ভ রাশিতে। শুক্র রয়েছে বৃহস্পতির সঙ্গে মীন রাশিতে। আর তারফলে শনি, শুক্র, বৃহস্পতি,র সমাহারে তৈরি হচ্ছে, শশ, মালব্য ও হংস রাজযোগ। এই তিন রাজযোগের ফলে কোন কোন রাশিতে প্রভাব পড়ছে, দেখা যাক।
1/5জ্যোতিষমতে সময়ে সময়ে রাজযোগের নির্মাণ হতে থাকে। যার প্রভাব জাতক জাতিকাদের জীবনে পড়তে থাকে। উল্লেখ্য, আসন্ন সময়ে তিন বিরল রাজযোগোর সমাহার তৈরি হতে চলেছে। ৬১৭ সাল পরে তিনটি বিরল রাজযোগ তৈরি হতে চলেছে। যার প্রভাব সমস্ত রাশিতে পড়তে চলেছে। (HT_PRINT)
2/5বিভিন্ন গ্রহের সমাহারে তৈরি হতে চলেছে বিশেষ বিরল যোগ। প্রসঙ্গত, তিন বিরল রাজযোগের সমাহার ৬১৭ বছর পর দেখা যেতে চলেছে। বর্তমানে বৃহস্পতি রয়েছে মীন রাশিতে, শনির সঙ্গে সূর্য রয়েছে কুম্ভ রাশিতে। শুক্র রয়েছে বৃহস্পতির সঙ্গে মীন রাশিতে। আর তারফলে শনি, শুক্র, বৃহস্পতি,র সমাহারে তৈরি হচ্ছে, শশ, মালব্য ও হংস রাজযোগ। এই তিন রাজযোগের ফলে কোন কোন রাশিতে প্রভাব পড়ছে, দেখা যাক। (HT_PRINT)
3/5মিথুন- মালব্য রাজযোগ আপনাদের রাশিতে সুসময় নিয়ে আসছে। কাজ ও ব্যবসার দিক থেকে উন্নতির রাস্তা আরও প্রশস্ত হবে। যাঁরা কর্মসংস্থানের খোঁজে রয়েছেন, তাঁদের জন্য আসতে পারে সুখবর। নতুন কাজের অফার পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনও যোজনা পেতে পারেন। মান সম্মান বাড়তে থাকবে। (HT_PRINT)
4/5কুম্ভ- এই সময়ে আপনি শনিদেবের আশীর্বাদধন্য হবেন। ৯ মার্চ শনিদেবের উদয় রয়েছে। ফলে তারপর থেকে আপনার ভাগ্য খুলতে চলেছে। কর্মক্ষেত্রে বস-এর সঙ্গে সম্পর্ক ভালো কাটবে। দাম্পত্য প্রেম তুঙ্গে থাকবে। জুনিয়ার ও সিনিয়ারদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক থেকে হবে লাভ। ব্যবসায়ীরা পাবেন লাভ। (HT_PRINT)
5/5ধনু- রাজযোগের ফলে আপনাদের ভাগ্যে উন্নতির নতুন নতুন উপায় আসতে থাকবে। আপনি সুখ বিলাসে পেতে পারেন সুব্যবস্থা। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ হলে,তা মিটে যাবে। আপনি পেতে পারেন কোনও পৈতৃক সম্পত্তি। রাজনীতির সঙ্গে জড়িতরা পাবেন লাভরে দেখা। ব্যবসায়ে উন্নতি হতে চলেছে। ধনলাভের যোগ হতে পারে।(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করেনা হিন্দুস্তান টাইমস বাংলা।) প্রতীকী ছবি (HT_PRINT)