Dainik Rashifal 27 February 2023: জ্যোতিষমতে রাশিচক্রের ১২ রাশির মধ্যে মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত ৬ রাশির ভাগ্যে আজকে কী রয়েছে জানুন জ্যোতিষমতে।
1/7রাশিফল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি ২০২৩ কেমন কাটতে চলেছে তার আভাস দিচ্ছে জ্যোতিষ গণনা। জ্যোতিষমতে, আজকের রাশিফলে জেনে নিন, আপনার প্রেমভাগ্য থেকে অর্থভাগ্যের অবস্থা কী থাকতে চলেছে। গ্রহদের গোচর, গ্রহের প্রভাবে কোন রাশির জীবনে কোন ধরনের উন্নতি রয়েছে তা উঠে এসেছে রাশিফলে। জেনে নিন মেষ থেকে কন্যা এই ৬ রাশির ভাগ্যে কী রয়েছে আজ।
2/7মেষ- সুখে দুঃখে মিলিয়ে মিশিয়ে কাটতে চলেছে আজকের দিনটি। বাড়িতে খরচ বাড়বে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কে ফাটল ধরলে তা শুধরে নেওয়ার দিন আজ। আপনি আপনার জীবনসঙ্গীর জন্য কিছু নতুন গয়না এবং উপহার ইত্যাদি আনতে পারেন। কৃষকরা অর্থ এবং শস্য সম্পর্কিত কিছু ভাল খবর শুনতে পেতে পারেন। আজ কোনও বড় ঝুঁকি নেওয়া এড়াতে হবে, অন্যথায় সমস্যা হতে পারে।
3/7বৃষ- বেশ দৌড়াদৌড়ি হবে আজকের গোটা দিন ধরে। কোনও নতুন কাজ আজ শুরু করতে পারেন। নিজের চিন্তাভাবনা দিয়ে আপনি মানুষকে আপনার দিকে আকৃষ্ট করতে সক্ষম হবেন। আপনার সুন্দর কথা আপনাকে সম্মান এনে দেবে। বিপুল লাভের তাড়নায় আপনার কোনও ছোট সুযোগ হাত ছাড়া করা উচিত নয়। বিপাকে পড়ার একঝাঁক সুযোগ আজ রয়েছে। তবে তা আজ আপনাকে এড়িয়ে চলতে হবে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজটি ভালভাবে সম্পাদন করবেন, যার প্রশংসা পাবেন।
4/7মিথুন- আজকের দিনটি ধৈর্য ধরে রাখার দিন। কর্মক্ষেত্রে কোনও শত্রু থাকলে তা নিধন করা জরুরি। কারোর প্রতিশ্রুতি ধরে রাখতে আপনাকে উদ্যোগ নিতে হবে। লেনদেনের মামলায় আপনার নিজের কথা সকলের সামনে আনতে হবে। আপনাকে যে কেউ বোকা বানিয়ে চলে যেতে পারে আজ। নিজের মনের কথা খোলাখপলিভাবে আজ সকলকে বলুন। নয়তো বিপদ বাড়তে পারে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে।
5/7কর্কট- ভালো মন্দ মিশিয়ে আজকের দিনটি কাটতে চলেছে। আজ সাহস আর পরাক্রমের পরীক্ষা আপনার সামনে রয়েছে। লক্ষ্যকে অনেকটা বড় করুন। এতে পাবেন সুবিধা। কিছু সিনিয়দের সঙ্গে দেখা করে আপনি সহজেই আপনার যে কোনও সমস্যা সমাধান করতে সক্ষম হবেন। যাঁরা ব্যবসা করেন, তাঁদের পরিকল্পনার প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। অন্যথায় সমস্যা হতে পারে এবং যাঁরা ভ্রমণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আপনাকে খুব সাবধানে থাকতে হবে, অন্যথায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
6/7সিংহ- আজকের দিনটি আপনার জন্য অনুকূল হতে চলেছে। কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। পড়ুয়ারা নিজের শিক্ষার দিকে পূর্ণ মনোযোগ দিন।এতে লাভ হবে। নয়তো বিপদে পড়তে পারেন। আপনাকে তাড়াহুড়ো করে কোনও কাজ করতে হবে, কিছু কাজ এড়িয়ে চলতে হবে। আজ কোনও বন্ধুর কাছ থেকে ভালো খবর শুনতে হবে। চাকরিতেভালো চিন্তাভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে হবে।
7/7কন্যা- ভাগ্যের দৃষ্টি থেকে আপনি খুবই ভালো কিছু পেতে চলেছেন আপনি। কোনও আধ্যাত্মিক দিক থেকে পাবেন লাভ। মন থাকবে ভালো। কোনও বড়সড় লক্ষ্যকে ছুঁতে চাইবেন আপনি। কারোর সঙ্গে অংশিদারির ব্যবসায় উপকার পাবেন। পুরনো কোনও ঋণ আজ শোধ করতে পারবেন। (এই প্রতিবেদনের তথ্য মান্যতাধর্মী। সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা)