Dainik Rashifal 28 February 2023: সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারির রাশিফলে আপনার রাশি যদি তুলা থেকে মীনের মধ্যে কোনও একটি তাহলে অবশ্যই দেখে নিন এই রাশিফল। কেমন কাটবে ভাগ্য জেনে নিন।
1/7২৮ ফেব্রুয়ারি ২০২৩ এর দৈনিক রাশিফলে রয়েছে গোটা দিন কেমন কাটতে চলেছে তার আভাস। স্বাস্থ্য থেকে শিক্ষা, প্রেম থেকে অর্থভাগ্য, সমস্ত দিক থেকে গোটা দিন কেমন কাটতে পারে তার আভাস রয়েছে এই রাশিফলে। জানুন তুলা থেকে মীনের ভাগ্যে আজ কী কী রয়েছে।
2/7তুলা- ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি আপনার দারুন ভালো কাটতে চলেছে। কোনও পুরনো প্রকল্পে যদি বিনিয়োগ করেন, তার মতো ভালো কোনও উপায় আর নেই। পরিবারে ছোট কারোর কোনও ভুল থাকলে, তা ক্ষমা করার রাস্তাটিকেও সহজ করতে হবে। ব্যবসায় ভাল লাভ পাওয়া আপনার মনকে খুশি করবে। যাঁরা রাজনীতিতে রয়েছেন, তাঁরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগও পেতে পারেন। কোথাও ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন।
3/7বৃশ্চিক- আকস্মিক লাভ দিতে পারে আজকের দিনটি। টাকা পয়সা থেকে সৌভাগ্যেও জোয়ার আসতে পারে আজ। কোনও ঘটমান সমস্যাকে এড়িয়ে যাবেন না। লড়াই করুন। পাবেন সাফল্য। দাম্পত্য জীবনে সবরকমের সুখ পেতে পারেন। কোনও কাজ নিয়ে আপনার অফিসারদের সাথে তর্কে জড়াবেন না। আপনার কিছু প্রতিপক্ষ আজ সক্রিয় থাকবে, যাদের থেকে আপনাকে এড়াতে হবে। আইন-সংক্রান্ত কোনো বিষয়ে আপনি বিজয়ী হবেন বলে মনে হচ্ছে।
4/7ধনু- আজ পরিশ্রম করে কাজ করে কিছু রোজগারের দিন। দাম্পত্য জীবনে কোনও সমস্যা থেকে থাকলে, তা থেকে মুক্তি পাবেন আজ। নিজের জীবনে একটু সময় আলাদা করে নিজের আরাম করার জন্যও রাখুন। কারোর সঙ্গে অনেক দিনের দূরত্ব থাকলে তা এবার মিটবে। কোনও নতুন সম্পত্তি কেনা আপনার পক্ষে ভালো হবে। ব্যবসায়ীদের কোনও সিদ্ধান্ত সকলকে চমকে দিতে পারে।
5/7মকর- খুব উৎসাহ নিয়ে আজকের দিনটিতে কাজ করে পারবেন। সামাজিক কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। কাজের জায়গায় জুনিয়রের সঙ্গে ভাল ব্যবহার বজায় রাখুন, অন্যথায় সমস্যা হতে পারে। অযথা ব্যয় বৃদ্ধির পরে আপনি সমস্যার সম্মুখীন হবেন। বিরোধীদের সঙ্গে আপনার সাবধান হওয়া উচিত।
6/7কুম্ভ- আজ শিল্পকলা দেখানোর ভালো সুযোগ রয়েছে। উৎসাহের সঙ্গে কোনও কাজ শেষ করলে আপনার মনকে খুশি করবে এবং আপনাকে কিছু ব্যক্তিগত পরিস্থিতিতেও নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। বন্ধুদের সাথে ভাল সময় কাটাবেন। পড়ুয়াদের তাঁদের পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত দেখা যাবে, তবেই তারা সফল হবে বলে মনে হয়।
7/7মীন- আজকের দিনটি উৎসাহ পূর্বক হতে চলেছে। সম্পত্তি কেনাবেচায় আজকের দিনটি কাটতে চলেছে। পরিবারে কোনও ব্যক্তির সঙ্গে ঝগড়া বিবাদে পড়তে পারেন। আটকে থাকা কাজগুলিকে সম্পন্ন করতে উদ্যত হোন। যে জিনিসের দরকার নেই তা কিনে সময় নষ্ট করবেন না, খরচ হয়ে যাবে বেশি টাকা। (এই প্রতিবেদনের তথ্য মান্যতাধর্মী। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)