Dainik Rashifal 27 February 2023: দৈনিক রাশিফলে জ্যোতিষ গণনায় জানুন ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সালে তুলা থেকে মীন রাশির ভাগ্যে কী রয়েছে। স্বাস্থ্য থেকে প্রেম, অর্থ থেকে চাকরি, ব্যবসায় আজকের দিনের রাশিফল দেখে নিন।
1/7২৭ ফেব্রুয়ারি ২০২৩ সালের রাশিফলে জেনে নিন আজ আপনার ভাগ্যে কী লেখা রয়েছে। তুলা থেকে মীন, এই ৬ টি রাশির ভাগ্যে অর্থ, প্রেম, স্বাস্থ্য,শিক্ষা বিষয়ে আজ কোন কোন চমক অপেক্ষা করে রয়েছে, দেখে নেওয়া যাক। কোন কোন রাশির ভাগ্যে কী কী রয়েছে, দেখে নেওয়া যাক জ্যোতিষ গণনায়।
2/7তুলা- স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনাকে দুর্বল করে দিতে পারে। আপনি স্বাস্থ্যের দিকে খেয়াল না রাখতে মুশকিলে পড়ে যাবেন। কর্মক্ষেত্রে কোনও ঝুঁকি নিলে সমস্যা হতে পারে। আপনার পরামর্শগুলি স্বাগত জানানো হবে সর্বক্ষেত্রে। অপ্রত্যাশিত সুবিধা পেয়ে আপনার মন খুশি হবে। নিজের মতো করে চিন্তাভাবনা করে এগিয়ে যান। যেকোনও কাজে আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সমর্থন পাবেন।
3/7বৃশ্চিক-আজকের দিনটি আপনাদের জন্য মিলিয়ে মিশিয়ে কাটবে। খাওয়া দাওয়ায় আপনাকে সাবধান হতে হবে। আপনার প্রসন্নতার ঠিকানা আজ থাকবে না। কর্মক্ষেত্রে আজ ভালো প্রদর্শন করতে পারবেন। আজ আপনার প্রশংসা অনেকেই করবেন। কোনও পুরনো ভুল থেকে আজ বিপদে পড়ে যেতে পারেন। সন্তানের দিক থেকে পাবেন সুখবর।
4/7ধনু- আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো হতে চলেছে। আপনার পরিশ্রমের পুরো ফসল সকলেই পাবেন। চাকরি যাঁরা করছেন তাঁরা আজ খুব ভালো খবর কিছু পেতে চলেছেন। তবে দায়িত্ব বেড়ে চলাতে কিছুটা চিন্তিত থাকবেন। যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের প্রচেষ্টা আজ জোরদার। কিছু কাজ-সম্পর্কিত সমস্যা যদি আপনাকে ঘিরে থাকে, তবে সেগুলি দূর হয়ে যাবে। কাউকে টাকা ধার দেওয়া এড়িয়ে চলা উচিত।
5/7মকর- আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ধন সম্পত্তি সম্পর্কিত কোনও আইনি পদক্ষেপ নিতে হলে সাবধান হোন। বড়দের সব কাজে সম্মান করা উচিত। নয়তো পারিবারে সমস্যা তৈরি হতে পারে। নিজের কথা বলার ধরণ সামান্য পাল্টাতে হবে। যাঁরা রোজগারের খোঁজে রয়েছেন তাঁদের ভালো সুযোগ মিলবে। অনেকটা চেষ্টার পর বিদ্যার্থীরা পাবেন সাফল্য।
6/7কুম্ভ- যে কাজে হাত দেবেন, সেই কাজেই ইতিবাচক ফল পাবেন। ব্যক্তিগত বিষয়ে সামান্য ভারসাম্য বজায় রাখুন। নিজের কাজে পুরো ফোকাস করুন। নয়তো সমস্যা বাড়তে পারে। যে নীতিতে আপনি চলেন, সেই নীতি ধরে রাখতে কিছুটা ঝক্কি সামলাতে হবে। সাবধানে চলাফেরা করতে হবে। কোনও সম্পত্তি বিষয়ের কোর্টের মামলা এসে পড়তে পারে। তবে কোনও অহংকারের কাজ করা উচিত হবে না।
7/7মীন- আজকের দিনটি সামাজিক গতিবিধির জন্য খুবই ভালো। কোনও পরিজনের কাছ থেকে খুশির খবর পেতে পারেন। আপনার পারিবারিক জীবন আনন্দময় হয়ে উঠতে পারে। দাম্পত্য জীবনে আসতে পারে আনন্দ। কারোর সহযোগিতা পেতে পারেন আপানারা। কোনও গুরুত্বপূর্ণ খবর আপনাকে আজ দিনভর গোপন রেখে যেতে হবে। (এই প্রতিবেদনের তথ্য মান্যতাধর্মী। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)