Dol Holi Vasstu tips: দোলযাত্রা বা হোলি হিন্দুদের একটি পূণ্য উৎসব। এই উৎসবের আগে বাড়ির পুরনো ভাঙা কিছু জিনিস বর্জন করতে হয়। নয়তো অশুভ পভাব পড়ে সংসারে।
1/6দোলযাত্রা বা হোলি হিন্দুদের একটি পূণ্য উৎসব। তাই এই দিন আসার আগেই বাড়ির কিছু জিনিস বর্জন করা উচিত। ঘর ও সংসারের মঙ্গল কামনায় কিছু জিনিসকে পূর্ণিমার আগেই বাড়ি থেকে বিদায় জানানো ভালো। (Unsplash)
2/6প্রধান দরজা পরিষ্কার করুন: বাড়ির প্রধান দরজা সামনের অংশ পরিষ্কার করা উচিত। এইখানে ময়লা জমলে তা অশুভ ইঙ্গিত বয়ে আনে। বাড়ির দরজায় ময়লা থাকলে মা লক্ষ্মী সেই ঘরে প্রবেশ করেন না। (Unsplash)
3/6ভাঙা জিনিস: ভাঙা মূর্তি বা কোনও জিনিস যা কাজে লাগে না, তা এই দিন বর্জন করতে হয়। দোলের আগে বাড়ি থেকে এমন জিনিস বিদায় করা উচিত। এতে শুভ সংকেত আসে পরিবারে। (Unsplash)
4/6খারাপ ইলেকট্রনিক জিনিস: বাড়িতে খারাপ ইলেকট্রনিক জিনিস রয়েছে? দিনের পর দিন বাড়িতেই পড়ে রয়েছে সেসব? দোলের আগেই এগুলি বাড়ি থেকে দূর করা উচিত। এতেই সংসারের মঙ্গল। (Unsplash)
5/6ছেঁড়া পুরনো জুতো: অনেকদিনের পুরনো ছেঁড়া জুতো। বাড়িতে পড়েই রয়েছে? বাড়িতে শনিদেবের অশুভ প্রভাব পড়তে পারে। দোলের আগেই তাই বাড়ি থেকে ছেঁড়া জুতোকে বিদায় জানান। (Unsplash)
6/6ভাঙা ঘড়ি ও কাঁচ: ভাঙা কাঁচ পরিবারের জন্য ভীষণ অশুভ। বাড়িতে এমন বস্তু থাকলে খুঁজে দেখুন। দোলযাত্রার আগে বাড়ি থেকে দূর করুন এমন অশুভ বস্তু (Unsplash)