হোলিকা দহন ৭ মার্চ হবে। আর রঙের উৎসব হোলি ৮ মার্চ পালিত হবে। হোলির দিন অর্থাৎ ৮ মার্চ শুক্র ও বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করবে। এরফলে ১২ রাশিতেই কম বেশি প্রভাব পড়তে থাকবে। তবে হোলির দিনের এই যুতির প্রভাব তিনটি রাশিতে সবচেয়ে বেশি পড়বে। দেখে নেওয়া যার, কোন কোন রাশি লাভবান হবে।
1/5পঞ্জিকা মতে সামনেই রয়েছে হোলি। হোলি উৎসব ২০২৩ ঘিরে শুরু গিয়েছে কাউন্টডাউন। এদিকে, জ্যোতিষমতে বলা হচ্ছে, ১২ বছর পর হোলিতে শুরু হতে চলেছে এক বিশেষ যোগ। মীন রাশিতে দেখা যেতে চলেছে বৃহস্পতি ও শুক্রের যুতি। যার প্রভাবে একাধিক রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন। (PTI Photo) (PTI03_01_2023_000150B) (Naeem Ansari)
2/5উল্লেখ্য, হোলিকা দহন ৭ মার্চ হবে। আর রঙের উৎসব হোলি ৮ মার্চ পালিত হবে। হোলির দিন অর্থাৎ ৮ মার্চ শুক্র ও বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করবে। এরফলে ১২ রাশিতেই কম বেশি প্রভাব পড়তে থাকবে। তবে হোলির দিনের এই যুতির প্রভাব তিনটি রাশিতে সবচেয়ে বেশি পড়বে। দেখে নেওয়া যার, কোন কোন রাশি লাভবান হবে। (ANI Photo) (Naeem Ansari)
3/5বৃশ্চিক- এই রাশির জাতক জাতিকারা এই সময়ে বেশি লাভবান হবেন। সন্তানের দিক থেকে এই সময় কোনও সুখবর আসবে। কোনও গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। আর্থিক পরিস্থিতিও আগের থেকে ভালো হবে। প্রেমের সম্মন্ধে আগের থেকে সময় ভালো কাটবে। কেরিয়ারে নতুন নতুন সুযোগ আসতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। (Naeem Ansari)
4/5বৃষ- শুক্র ও গুরুর যুতি আপনাদের জন্য লাভদায়ক হতে পারে। হোলি থেকেই শুরু হয়ে যাবে ভালো দিন। লাভের যে জায়গাগুলি রয়েছে, আর আয়ের যে জায়গা রয়েছে সেখানে তৈরি হবে যুতি। সঙ্গে সঙ্গে সমাজে মান সম্মান বাড়তে থাকবে। কোনও নতুন কাজ শুরু হতে পারে। পুরনো বিনিয়োগ থেকে পেতে পারেন লাভ। নতুন কাজ শুরু করতে চাইলে সময় ভালো কাটবে। আইনি মামলায় সাফল্য আসবে। (Naeem Ansari)
5/5মেষ- হোলির সময় থেকে মেষ রাশির জাতক জাতিকাদের ভালো সময় শুরু হতে চলেছে। গুরু আর শুক্রের যুতি আপনার গোচর কুণ্ডলীতে দ্বিতীয় স্থানে রয়েছে। এই কারণে আপনাদের ভাগ্যে আকস্মিক ধনপ্রাপ্তি হবে। আটকে থাকা কোনও টাকা হাতে পেয়ে যেতে পারেন। আর্থিক পক্ষ আগের থেকে জোরালো হবে। এই সময় আপনার কথা বলার ধরনে অনেকে আকৃষ্ট হবেন আপনার প্রতি। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা) (Naeem Ansari)