Mangal and Chandra Yuti 2023: জ্যোতিষশাস্ত্রে যে কোনও যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। আজ থেকে মহালক্ষ্মী যোগ তৈরি হয়েছে। যে যোগের ফলে কয়েকটি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন। কোন কোন রাশির জাতকদের ভালো সময় কাটবে, তা দেখে নিন -
1/5আজ থেকে মঙ্গল এবং চন্দ্রের যুতি তৈরি হয়েছে। যে যুতির ফলে তৈরি হয়েছে মহালক্ষ্মী যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগে থেকেই বৃষ রাশিতে অবস্থান করছেন মঙ্গল। আজ ওই রাশিতেই গোচর হয়েছে চন্দ্রের। তার ফলে যে মহালক্ষ্মী যোগ তৈরি হয়েছে, সেই যোগের সুবাদে কয়েকটি রাশির জাতকরা লাভবান হবেন।
2/5মেষ রাশি- মঙ্গল এবং চন্দ্রের যে যুতি তৈরি হবে, তার ফলে মেষ রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন। ওই দুই গ্রহের যুতির ফলে মহালক্ষ্মী যোগ তৈরি হয়েছে, তাতে মেষ রাশির জাতকদের অনুকূল সময় কাটবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফেরত পাবেন। অর্থলাভের নয়া পথ প্রশস্ত হবে। যে মেষ রাশির মার্কেটিং করেন, তাঁদের ভালো সময় কাটবে। কেরিয়ারের দিক থেকে লাভবান হবেন মেষ রাশির জাতকরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5বৃষ রাশি- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গল এবং চন্দ্রের যুতির ফলে যে মহালক্ষ্মী যোগ তৈরি হয়েছে, তাতে বৃষ রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আকস্মিক অর্থলাভ হবে বৃষ রাশির জাতকদের। মান-সম্মান বাড়বে। প্রেমজীবন ভালো কাটবে। কেরিয়ারে অগ্রগতির পথ প্রশস্ত হবে। এই সময় লাভবান হবেন বৃষ রাশির জাতকরা।
4/5কর্কট রাশি- মহালক্ষ্মী যোগের ফলে কর্কট রাশির জাতকদের সময় ভালো কাটবে। যে কর্কট রাশির জাতকরা চাকরি করেন, তাঁদের পদোন্নতির যোগ তৈরি হবে। আয় বৃদ্ধির প্রবল যোগ তৈরি হবে কর্কট রাশির জাতকদের। বিনিয়োগ করলে লাভবান হবেন কর্কট রাশির জাতকরা। অতীতে কোনও বিনিয়োগ করে থাকলে লাভবান হবেন। সন্তানের থেকে কোনও সুখবর পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/5মীন রাশি- বৃষ রাশিতে মঙ্গল এবং চন্দ্রের যুতির ফলে যে মহালক্ষ্মী যোগ তৈরি হয়েছে, তার ফলে মীন রাশির জাতকদের ভালো সময় শুরু হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মীন রাশির জাতকদের হাতে আচমকা টাকা আসবে। তাঁদের জীবনে বড়সড় পরিবর্তন আসবে। জীবন সুখে ভরে উঠবে। কেরিয়ারের দিক থেকে উন্নতি হবে।