মার্চ মাসে রয়েছে বহু গ্রহের গোচর। আর তাঁদের গতিবিধির ফলেই একাধিক রাশিতে আর্থিক দিক থেকে পড়ছে সুপ্রভাব। মার্চ মাসে একাধিক গ্রহের গোচর হতে চলেছে। মার্চ মাসে কোন কোন রাশির উপর মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হতে চলেছে, দেখে নেওয়া যাক।
1/10বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে মার্চ মাসে একাধিক রাশির সৌভাগ্য খুলছে। নতুন মাস প্রায় বেশিরভাগ রাশির জন্যই আর্থিক দিক থেকে নতুন সুখবর আনতে চলেছে। গ্রহদের গতিবিধি ও নক্ষত্রের অবস্থানের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা এই মাসে পাবেন মা লক্ষ্মীর অপার কৃপা। কোন কোন রাশিরভাগ্যে এই সুফল রয়েছে দেখে নেওয়া যাক। (HT_PRINT)
2/10মার্চ মাসে রয়েছে বহু গ্রহের গোচর। আর তাঁদের গতিবিধির ফলেই একাধিক রাশিতে আর্থিক দিক থেকে পড়ছে সুপ্রভাব। মার্চ মাসে একাধিক গ্রহের গোচর হতে চলেছে। মার্চ মাসে কোন কোন রাশির উপর মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হতে চলেছে, দেখে নেওয়া যাক। (HT_PRINT)
3/10বৃষ- মার্চ মাসে বৃষ রাশির জাতক জাতিকারা দারুন ভালো লাভ পেতে চলেছেন। আর্থিক দিক থেকে তাঁদের ভাগ্যে আসবে মা লক্ষ্মীর কৃপা। এই মাসে বৃহস্পতি, সূর্য, বুধ, মঙ্গলের কৃপাধন্য হবেন আপনারা। টাকাকড়ির দিক থেকে রোজগার ও লাভ দুটোই সমান তালে ভালো হবে। প্রতীকী ছবি (HT_PRINT)
4/10বৃষ রাশির অর্থভাগ্য- বৃষ রাশিতে সময় ১৫ মার্চের পর থেকে ভালো কাটবে। প্রেম জীবন সুখে কাটবে। দাম্পত্য জীবনে আসবে নতুন জোয়ার। পার্টনারের সঙ্গে আনন্দময় জীবন কাটাতে পারবেন। : ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক) (HT_PRINT)
5/10মিথুন- মিথুন রাশির জাতক জাতিকাদের দারুন ভালো ফলাফল আসবে এই মার্চ মাসে। আপনি যদি নিজের ব্যবসা চালাতে থাকেন, তাহলে তা ভালো ফল দেবে। মাসের দ্বিতীয় অংশে বড়সড় অঙ্কের টাকাকড়ি পাবেন। পারিবারিক সম্পর্ক খুব ভালো কাটবে। (HT_PRINT)
6/10মার্চে মিথুনে আর্থিক প্রভাব- মার্চে মিথুন রাশির জাতক জাতিকাদের ভালো পরিণাম আসবে। আপনি যে কাজই করবেন, তাতেই পাবেন দারুন সাফল্য। আকস্মিক আর্থিক লাভ হবে। ব্যবসায় আসবে উন্নতি। (HT_PRINT)
7/10কন্যা- মার্চ মাসে কেরিয়ারের দিক থএকে পাবেন ভালো সাফল্য। শনি, বৃহস্পতি, রাহু, কেতুর আশীর্বাদে বহু জাতক জাতিকারা,চাকরি থএকে শিক্ষা ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। (HT_PRINT)
8/10মার্চে কন্যা রাশিতে প্রভাব- মার্চ মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম ও অর্থভাগ্য আগের থেকে হবে ভালো। জীবন আনন্দময় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মার্চ মাসে শান্তিতে কোনও কাজের উদ্য়োগ নিলে পাবেন উন্নতির দেখা। (HT_PRINT)
9/10ধনু- ধনু রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে চাকরি, ব্যবসা, শিক্ষা, ঘরোয়া জীবন, প্রেমের দিক থেকে নতুন নতুন উন্নতির শিখর ছোঁয়ার সম্ভাবনা রয়েছে। এই বছর বহু লাভজনক সাফল্য পাবেন আপনারা। বিদেশে কোথাও চাকরি পেতে পারেন। (HT_PRINT)
10/10ধনু রাশির ওপর আর্থিক প্রভাব- ধনু রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে উন্নতির রাস্তা পেয়েছেন। এই সময় আপনার প্রেম জীবন খুবই ভালো কাটবে। প্রেম জীবনে আসবে ইতিবাচক প্রভাব। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) (HT_PRINT)