Mars Transit 2023 into Gemini: জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। গ্রহের সেনাপতি হিসেবেও বিবেচনা করা হয় মঙ্গলকে। সেই মঙ্গল গ্রহ কয়েকদিন পরেই রাশি পরিবর্তন করতে চলেছেন। তার ফলে কয়েকটি রাশির জাতকরা মালামাল হয়ে যাবেন। কাদের ভাগ্যোদয় হবে, তা দেখে নিন-
1/5আগামী ১৩ মার্চ মঙ্গল রাশি পরিবর্তন করতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আপাতত বৃষ রাশিতে আছেন গ্রহের সেনাপতি মঙ্গল। ১৩ মার্চ মিথুন রাশিতে প্রবেশ করবেন। যে মঙ্গল গ্রহকে উন্মাদনা শৌর্য, সাহসের মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়।
2/5মেষ রাশি- মঙ্গলের গোচরের ফলে মেষ রাশির জাতকদের আটকে থাকা অর্থ ফেরত আসবে। কর্মক্ষেত্রে আরও সাফল্য লাভ করবেন। আর্থিক লাভ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। কোনও শুভ খবর মিলতে পরে। পরিশ্রমের দাম পাবেন। মান-সম্মান বাড়বে। ব্যবসার জন্য এটা ভালো সময়।
3/5মিথুন রাশি- মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতকদের শুভ সময় শুরু হবে। ব্যবসায় কোনও আর্থিক সংকট এলে তা কেটে যাবে। অর্থলাভের যোগ তৈরি হচ্ছে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। মান-সম্মান বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন সুখকর হবে।
4/5বৃশ্চিক রাশি- মঙ্গলের গোচরের ফলে বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক সমস্যা কেটে যাবে। কর্মক্ষেত্রে ভালো পরিবেশ থাকবে। যা আপনার কাজের উন্নতির পথ প্রশস্ত করবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। যে পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য লাভ করবেন।
5/5ধনু রাশি- মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির জাতকদের ব্যবসায় নয়া দিগন্তের উন্মোচন হবে। নয়া দিশা মিলবে। সার্বিকভাবে মঙ্গলের গোচরের ফলে ধনু রাশির জাতকরা লাভবান হবেন। আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে ধনু রাশির জাতকদের।