আসন্ন মার্চেই শনি প্রবেশ করতে চলেছে শতভিষা নক্ষত্রে। ১৪ মার্চ শতভিষা নক্ষত্রে প্রবেশ করবেন খোদ শনিদেব। কর্মফলদাতার এই শতভিষা নক্ষত্রে প্রবেশ জ্যোতিষমতে একাধিক রাশিতে প্রভাব ফেলতে চলেছে। আর তাদের মধ্যে ৩ রাশিতে আকস্মিক ধন সম্পত্তি লাভের শুভ যোগ শুরু হতে পারে শনির এই গতিবিধির ফলে।
1/5জ্যোতিষমতে বলা হয়, প্রতিটি গ্রহ একটি সময় অন্তর অন্তর একটি বিশেষ অবস্থানে বদল আনে। গ্রহগুলির বিশেষ কয়েকটি রাশিতে প্রবেশ যেমন তাৎপর্যপূর্ণ, তেমনই বিশেষ কয়েকটি নক্ষত্রে প্রবেশও বেশ তাৎপর্যপূর্ণ। এবার শনির গতিবিধিতে আসতে চলেছে পরিবর্তন। যার ফলে প্রভাবিত হতে চলেছে একাধিক রাশির জাতক জাতিকারা। (HT_PRINT)
2/5আসন্ন মার্চেই শনি প্রবেশ করতে চলেছে শতভিষা নক্ষত্রে। ১৪ মার্চ শতভিষা নক্ষত্রে প্রবেশ করবেন খোদ শনিদেব। কর্মফলদাতার এই শতভিষা নক্ষত্রে প্রবেশ জ্যোতিষমতে একাধিক রাশিতে প্রভাব ফেলতে চলেছে। আর তাদের মধ্যে ৩ রাশিতে আকস্মিক ধন সম্পত্তি লাভের শুভ যোগ শুরু হতে পারে শনির এই গতিবিধির ফলে। (HT_PRINT)
3/5বৃষ- শনির শতভিষা নক্ষত্রে প্রবেশ আপনাদের জন্য আশীর্বাদের শামিল। শনিদেব আপনাদের গোচর কুণ্ডলীতে শশ ও কেন্দ্র ত্রিকোণ যোগ তৈরি করতে চলেছে। এই সময়ে প্রমোশন ও বেতন বৃদ্ধির দারুন শুভ যোগ রয়েছে। যাঁরা চাকরির জন্য অপেক্ষায় রয়েছেন, তাঁদের রয়েছে শুভ খবর। যাঁরা ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন, তাঁদের জন্য আজকের দিনটি শুভ কাটতে চলেছে। কোনও সম্পত্তি বিক্রি করতে গিয়ে সুবিধা পাবেন। (HT_PRINT)
4/5সিংহ- শনিদেবের নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য খুবই শুভ ফল দিতে চলেছে। কোনও ঋণের বোঝা থেকে পাবেন মুক্তি। কোনও কারণে স্থান পরিবর্তন করতে হতে পারে। অংশিদারির কাজে পাবেন সাফল্য। ব্যবসায় হবে ধনলাভ। নতুন কোনও চাকরির সম্ভাবনা রয়েছে। বিশেষত যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা পাবেন চাকরি। মায়ের স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো হবে। চাকরিরতদের উন্নতি রয়েছে। বাড়বে আত্মবিশ্বাস। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আগের থেকেও ভালো হবে। বিদেশ যাত্রার যোগ আসতে পারে। (HT_PRINT)
5/5মকর- শতভিষা নক্ষত্রে শনিদেবের প্রবেশের ফলে আপনাদের রাশিতে সুফল আসতে চলেছে। প্রেম ও বিবাহের মাঝে যদি কোনও আত্মীয় আসতে শুরু করেন, তাহলে তাঁকে দূরে সরিয়ে দিতে পারবেন আপনারা। দাম্পত্য প্রেম জমে উঠবে। সেভিং করতে পারবেন। আইনের কোনও মামলায় জড়িয়ে থাকলে তা থেকে পাবেন ঝটপট মুক্তি। মান সম্মান বাড়তে থাকবে। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।) প্রতীকী ছবি (HT_PRINT)