জ্যোতিষশাস্ত্রে শনিকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়।... more
জ্যোতিষশাস্ত্রে শনিকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়। শনিদেবকে কর্মফলদাতা এবং ন্যায়ফলদাতা হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি শুভ হলে বিভিন্ন রাশির জাতকদের ভাগ্যোদয় হয়। শনি অশুভ হলে একাধিক রাশির জাতকদের জীবনে সমস্যা বাড়ে। তারইমধ্যে শনি উদিত হওয়ার ফলে কয়েকটি রাশির জীবনে হবে মহালাভ।
1/5আগামী ৬ মার্চ শনি উদিত হতে চলেছেন। আপাতত কুম্ভ রাশিতে অস্ত আছেন শনিদেব। দোলের ঠিক আগেরদিন কুম্ভ রাশিতেই উদিত হবেন। তার ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হতে চলেছে। তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।
2/5মেষ রাশি - শনি উদিত হওয়ার ফলে মেষ রাশির জাতকরা আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। আপনার জন্য এই সময়টা দুর্দান্ত কাটতে চলেছে। পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন। দাম্পত্য জীবন সুখকর হয়ে উঠবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5বৃষ রাশি- কুম্ভ রাশিতে শনি উদিত হওয়ার ফলে বৃষ রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। অর্থলাভ হবে। চাকরি এবং ব্যবসায় উন্নতি হতে চলেছে। কাজের জায়গায় সাফল্য লাভ করবেন। বিবাহিত জীবন সুখকর হবে। ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন।
4/5মিথুন রাশি- শনি উদিত হওয়ার ফলে মিথুন রাশির জাতকদের অর্থলাভ হতে চলেছে। আর্থিক অবস্থা ভালো হবে। ভাগ্যের পুরো সহায়তা মিলবে। এই সময়টা অত্যন্ত ভালো কাটবে। বিবাহিত জীবন সুখকর হবে। মান-সম্মান বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন।
5/5ধনু রাশি- কুম্ভ রাশিতে শনির উদয়ের ফলে ধনু রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো হবে। চাকরি এবং ব্যবসায় উন্নতির যোগ তৈরি হচ্ছে। যে ধনু রাশির জাতকরা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁরা শুভ ফল লাভ করবেন। আপনি যে কাজ করবেন, তা কর্মক্ষেত্রে প্রশংসিত হবে। পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন।