Shani Uday before Holi 2023: কয়েক ঘণ্টা পড়ে আছে। তারপরই জ্যোতিষশাস্ত্রের নিরিখে বড় ঘটনা ঘটতে চলেছে। কুম্ভ রাশিতে উদিত হতে চলেছেন ন্যায়ফলদাতা এবং কর্মফলদাতা শনি। যা একাধিক রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। কোন কোন রাশির ভাগ্যোদয় হবে, তা দেখে নিন -
1/6আগামী সোমবার (৬ মার্চ) শনি উদিত হতে চলেছেন। যে গ্রহ আপাতত কুম্ভ রাশিতে অবস্থান করছেন। অর্থাৎ দোলের ঠিক আগেরদিন শনি উদিত হবেন। শনি উদিত হওয়ার ফলে পাঁচটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। তাঁদের অর্থলাভ হতে চলেছে। চাকরিতে উন্নতি হবে।
2/6মেষ রাশি- শনি উদিত হওয়ার ফলে মেষ রাশির জাতকদের চাকরিতে পরিবর্তন হতে পারে মেষ রাশির জাতকদের। মায়ের থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে। মায়ের সহযোগিতা লাভ করবেন। কাজের প্রতি উৎসাহ বাড়বে। কোনও বন্ধুর আগমন হতে পারে। পরিবারে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/6বৃষ রাশি- কর্মফলদাতা শনি উদিত হওয়ার ফলে বৃষ রাশির জাতকদের চাকরিতে উন্নতি হবে। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা মিলবে। ব্যবসায় নয়া কোনও পরিকল্পনা থাকলে তাতে সাফল্য লাভ করবেন। বিশেষত আমদানি-রফতানির ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত আছেন, তাঁদের জীবনে নয়া সুযোগ আসবে। মায়ের সান্নিধ্য লাভ করবেন। বাড়িতে কোনও ধর্মীয় কাজের পরিকল্পনা হতে পারে।
4/6মিথুন রাশি- শনি উদিত হওয়ার ফলে মিথুন রাশির জাতকরা আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবে। অনুকূল সময় শুরু হবে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আছে। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তা মিলবে। মায়ের সান্নিধ্য লাভ করবেন। পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
5/6কন্যা রাশি- শনি উদিত হওয়ার ফলে অর্থলাভ হবে কন্যা রাশির জাতকরা। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। চাকরিতে উন্নতি হতে চলেছে। কর্মসূত্রে অন্যত্র কোথাও যেতে পারেন। পড়াশোনায় আগ্রহ বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন।
6/6ধনু রাশি- শনি উদিত হওয়ার ফলে মন প্রসন্ন থাকবে ধনু রাশির জাতকদের। আয় বাড়বে। চাকরিতে অফিসারদের সহযোগিতা লাভ করবেন। পরিবারে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। শনি উদিত হওয়ার পরে বিনিয়োগ করলে ধনু রাশির জাতকা লাভবান হবেন।