Shanidev's Anger: কোনও কোনও মানুষকে শনিদেব মোটেই পছন্দ করেন না। কারা তাঁরা? কী কী কাজ করলে শনিদেবের ক্রোধে পড়তে হয়?
1/8বৈদিক জ্যোতিষ মতে, শনিদেবকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। একথা অনেকেই বিশ্বাস করেন, শনিদেব কারও উপরে রেগে গেলে, তাঁর জীবন জেরবার হয়ে যায়। এতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হন সেই ব্যক্তি। আজ হোক বা কালই হোক— তাঁকে কঠিন সমস্যায় পড়তেই হয়।
2/8কিন্তু কাদের উপরে রেগে থাকেন শনিদেব? কাদের কৃতকর্মের জন্য তাঁদের উপর ন্যায়বিচারের দেবতার ক্রুদ্ধ দৃষ্টি পড়ে? অনেকের বিশ্বাস, এর সঙ্গে যোগ রয়েছে, কর্মের। কিছু কিছু কাজ বা দোষের কারণেই শনিদেব কুপিত হন। দেখে নেওয়া যাক, কাদের উপর শনিদেব রেগে থাকেন।
3/8এই তালিকায় একেবারে প্রথমেই রয়েছেন, সেই সব মানুষ, যাঁরা গরিবদের উপর অত্যাচার করেন। বলা হয়, যাঁরা গরিব মানুষের অর্থ চুরি করেন, তাঁদের সঙ্গে প্রতারণা করেন, সেই সব মানুষ সর্বদা শনিদেবের কুদৃষ্টির সামনে পড়েন।
4/8একই কথা প্রযোজ্য, যাঁরা বয়স্কদের উপর অত্যাচার করেন, তাঁদের ক্ষেত্রেও। ক্ষমতার অপব্যবহার করে যাঁরা মহিলাদের উপর অত্যাচার করেন, তাঁরাও শনিদেবের রাগের সামনে পড়েন। এবং কোনও না কোনও সময়ে শনিদেব তাঁদের বিচার করেন।
5/8আরও একটি গুরুত্বপূর্ণ কথা হল, যাঁরা পশুদের উপর অত্যাচার করেন, তাঁদেরও শনিদেব কখনও মাফ করেন না বলে বিশ্বাস। জীবনের কোনও না কোনও সময়ে এর ফল তাঁদের ভোগ করতেই হয় বলে মনে করা হয়।
6/8এর পাশাপাশি যাঁদের শনিদেবের সাড়ে সাতী বা ধাইয়া চলে, তাঁদের ক্ষেত্রেও নানা সমস্যা হয় বলে মনে করেন অনেকে। জীবনের এই পর্যায়গুলিতে অনেককেই দুর্ভোগ সহ্য করতে হয় বলে মনে করা হয়। জীবনের অন্য সময়গুলিতে করা খারাপ কাজের ফল এই সময়ে পাওয়া যায় বলেই বিশ্বাস।
7/8শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্যও অনেক কথা বলা হয়। এর মধ্যে প্রথমেই রয়েছে গরিব মানুষকে খাবার ও বস্ত্র দান করা। নিজের সাধ্য মতো অন্য মানুষকে সাহায্য করার কথা বলা হয়। তাতে ন্যায়বিচারের দেবতা খুশি হন।
8/8এছাড়া কুকুর এবং পাখিদের খাওয়াতেও বলেন অনেকে। বিশেষ করে কাককে খাওয়ালে শনিদেব তাঁদের উপর প্রসন্ন হন বলেও মনে করা হয়।