Mars Blessings on many zodiacs: মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহের সেনাপতি হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গল গ্রহের একাধিক অবস্থা আছে। সেরকম একটচি অবস্থা হল কুমার অবস্থা। তার ফলে কয়েকটি রাশির জাতকরা শুভ ফল পাবেন। কারা কারা শুভ ফল পাবেন, তা দেখে নিন -
1/5জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তিনটি অবস্থায় থেকে ভ্রমণ করেন মঙ্গল - কুমার, যুব এবং বৃদ্ধ অবস্থা। সেই কুমার অবস্থায় সবথেকে দ্রুত ফলপ্রদান করেন গ্রহের সেনাপতি। আপাতত বৃষ রাশিতে আছেন মঙ্গল। যতদিন মঙ্গল অবস্থায় ভ্রমণ করবেন মঙ্গল, ততদিন কয়েকটি রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন।
2/5মেষ রাশি- মঙ্গল গ্রহ যখন কুমার অবস্থায় থাকেন, তার ফলে মেষ রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। অর্থলাভের পথ প্রশস্ত হবে। মেষ রাশির জাতকদের ভাগ্যোদয় হতে চলেছে। ভাগ্যের সহায়তা মিলবে। আকস্মিক অর্থলাভ হবে মেষ রাশির জাতকদের। যে পড়ুয়ারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছে, তাঁদের পরিকল্পনা সফল হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5কর্কট রাশি- মঙ্গল গ্রহ কুমার অবস্থায় থাকার ফলে কর্কট রাশির জাতকদের অনুকূল সময় শুরু হবে। কর্কট রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি হতে চলেছে। অতীতে কোনও বিনিয়োগ করে থাকলে তা থেকে লাভবান হবেন। নয়া কাজ শুরু করলে সাফল্য লাভ করবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5সিংহ রাশি- গ্রহের সেনাপতি মঙ্গল কুমার অবস্থায় থাকার ফলে সিংহ রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। কেরিয়ারের দিক থেকে উন্নতি হবে সিংহ রাশির জাতকদের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চাকরিতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির যোগ তৈরি হবে। যে সিংহ রাশির জাতকরা চাকরির সন্ধানে আছেন, তাঁরা কোনও শুভ খবর পেতে পারেন। ব্যবসায়ীদের হাতে অর্থ আসবে। কোনও পরিকল্পনা করলে তা সাফল্যের মুখ দেখবে। ভাগ্যোদয় হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/5বৃশ্চিক রাশি- মঙ্গল গ্রহ কুমার অবস্থায় থাকার ফলে বৃশ্চিক রাশির জাতকদের আয়ের পথ প্রশস্ত হবে। আর্থিক দিক থেকে লাভবান হতে চলেছেন। এই সময় বৃশ্চিক রাশির জাতকদের মান-সম্মান বৃদ্ধি পাবে।