ত্রিগ্রহী যোগের ফলে একাধিক রাশিতে তার সুপ্রভাব পড়তে পারে। একাধিক রাশিতে এই ত্রিগ্রহী যোগের প্রভাবে বিশেষ কিছু রাশি লাভবান হতে চলেছে। আর তাদের শুভ দিন শুরু হয়েছে আজ থেকে। কোন কোন রাশি সৌভাগ্যের অধীন হচ্ছে, দেখে নেওয়া যাক একনজরে।
1/5গ্রহদের চলনের প্রভাব ১২ রাশিতে কম বেশি পড়তে থাকে বলে মত জ্যোতিষবিদদের। আর গ্রহদের বহু গতিবধিতেই কারোর ভাগ্যে সূর্যের দীপ্তি আসে, তো কারোর ভাগ্যে আসে নানান চ্যালেঞ্জ। আজ কুম্ভ রাশিতে প্রবেশ করছে বুধ। ইতিমধ্যেই কর্মফলদাতা শনি ও গ্রহদের রাজা সূর্য অবস্থান করছে কুম্ভ রাশিতে। এই পরিস্থিতিতে তিন গ্রহের একই রাশিতে সমাহারে তৈরি হতে চলেছে ত্রিগ্রহী যোগ।
2/5ত্রিগ্রহী যোগের ফলে একাধিক রাশিতে তার সুপ্রভাব পড়তে পারে। একাধিক রাশিতে এই ত্রিগ্রহী যোগের প্রভাবে বিশেষ কিছু রাশি লাভবান হতে চলেছে। আর তাদের শুভ দিন শুরু হয়েছে আজ থেকে। কোন কোন রাশি সৌভাগ্যের অধীন হচ্ছে, দেখে নেওয়া যাক একনজরে।
3/5বৃষ- ত্রিগ্রহী যোগের ফলে বৃষ রাশির জাতক জাতিকারা সুসময়ের মুখ দেখতে পারেন। আপনার রাশিতে কর্মভাব হতে পারে। কর্মস্থলে চাকরিরতরা সুবিধা পেতে পারেন। কার্যশৈলীতে আসবে নতুন ছোঁয়া। যার প্রশংসা পাবেন। পেশাগত জীবনে আসবে বদল। ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন। যদি ব্যবসায়ী হন তো, আপনি পাবেন বিশেষ ধরনের লাভ। যাঁরা কর্মসংস্থানের জন্য হন্য হয়ে ঘুরছেন, তাঁরা পাবেন সুখবর।
4/5মিথুন- ত্রিগ্রহী যোগ শুভ ফলদায়ী প্রমাণিত হতে পারে। আপনার ভাগ্যে উন্নতির ছোঁয়া আসবে। বিদেশ যাত্রার জন্য সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের এগিয়ে চলার জন্য ভালো সময় এইটি। এই সময় নতুন কোনও কাজ শুরু করতে পারেন। ধার্মিক দিক থেকে এই সময় থুবই ভালো কাটবে। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাবেন সাফল্য।
5/5বৃশ্চিক- ত্রিগ্রহী যোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য খুবই লাভদায়ী। সুখ ও বিলাসে বৃদ্ধি হতে পারে। এই সময় কোনও গাড়ি,বাড়ি কিনলে তার থেকে পাবেন লাভ। সম্পত্তি সংক্রান্ত সময় ভালো যাবে। অনেকের সহযোগিতা পাবেন। কর্মস্থালে দারুন ভালো সাফল্য পাবেন। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।) প্রতীকী ছবি