বাংলা নিউজ > ভাগ্যলিপি > Janmashtami 2024: শ্রীকৃষ্ণের কোন রূপের ছবি কোন সমস্যার সমাধান করে জানেন? জন্মাষ্টমীর আগেই জানুন বাস্তু কী বলছে

Janmashtami 2024: শ্রীকৃষ্ণের কোন রূপের ছবি কোন সমস্যার সমাধান করে জানেন? জন্মাষ্টমীর আগেই জানুন বাস্তু কী বলছে

প্রতীকী ছবি

বাস্তুশাস্ত্র মেন জন্মাষ্টমীতে বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি রাখলে বাস্তুদোষ-সহ নানান সমস্যার সমাধান হয়। কৃষ্ণের কোন মুদ্রার ছবি কীসের প্রতীক ও জীবনে এর প্রভাব কীভাবে পড়ে, তা জেনে নিন।

হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনটিতে মহা সমারোহে শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালিত হয়। শাস্ত্রমতে, এই দিন শ্রীকৃষ্ণের পূজা করলে সকল প্রকার দুঃখ নাশ হয়। ঘরে সুখ, সমৃদ্ধি, ধন-সম্পদ ও গৌরব বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এদিন ঘরে কৃষ্ণের ভিন্ন ভিন্ন মুদ্রার ছবি রাখলে মনোস্কামনা পূর্ণ হয়। তাছাড়াও বাস্তুশাস্ত্র মেনে বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি রাখলে বাস্তুদোষ-সহ নানান সমস্যার সমাধান হয়। কৃষ্ণের কোন মুদ্রার ছবি কীসের প্রতীক ও জীবনে এর প্রভাব কীভাবে পড়ে, তা জেনে নিন।

দাম্পত্য জীবনে আনন্দের জন্য

ছোট ছোট কথায় অনেক সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে যায়। তাছাড়াও দাম্পত্য জীবনে প্রায়ই কলহ, বিবাদ লেগে থাকে। এক্ষেত্রে বাস্তু শাস্ত্র মেনে কৃষ্ণের ছবি লাগালে দাম্পত্য কলহ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। বাস্তুশাস্ত্র মেনে ঘরের উত্তর দিকের দেওয়ালে নৃত্যরত ময়ূরের ছবি বা আলিঙ্গনবদ্ধ রাধা-কৃষ্ণের ছবি লাগাতে পারেন। এতে দাম্পত্য জীবনে ভালোবাসা ও মাধুর্য্য বজায় থাকে।

আরও পড়ুন: জন্মাষ্টমীতে বাড়িতে আনুন এই ৫জিনিস! মিটবে অর্থের অভাব, সুখ-সমৃদ্ধিতে উপচে পড়বে ঘর

সন্তানের লাভের জন্য

সন্তান সুখ থেকে বঞ্চিত হলে, সন্তান লাভের আশায় দম্পতিরা নিজের শোয়ার ঘরে নাড়ু গোপালের ছবি রাখতে পারেন। তাছাড়াও বাস্তু অনুযায়ী গোরু বাছুড়ের ছবি লাগালেও সন্তান সুখ লাভের ক্ষেত্রে উপকার পেতে পারেন।

আত্মবিশ্বাস ও পরিবারের ঐক্য বৃদ্ধির জন্য

অনেক সময়ই পরিবারে নানা অশান্তি দেখা যায়, ঐক্যের অভাব থাকে। প্রায়ই ছোটখাটো বিষয়ে সমস্যা লেগেই থাকে। অন্যদিকে, কিছু কিছু জাতক জাতিকার মধ্যে আত্মবিশ্বাসের অভাবও দেখা যায়। কোনও কাজ শুরু করতে ভয় পান। এই সব ক্ষেত্রে কনিষ্ঠায় গোবর্ধন পর্বত তুলে রাখা কৃষ্ণের ছবি লাগাতে পারেন। এই ছবি এমন জায়গায় লাগানো উচিত, যেখানে বারবার আপনার দৃষ্টি পড়বে। এই ছবিতে কৃষ্ণের আশপাশে তাঁর সখারাও যাতে থাকে সে বিষয় লক্ষ্য রাখবেন। তবেই এই ছবি জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। কনিষ্ঠা আঙুলে গোবর্ধন পর্বত তুলে রাখার ছবি আত্মবিশ্বাস জোগায়। পাশাপাশি কৃষ্ণের আশপাশে সখাদের উপস্থিতি ঐক্যের প্রতীক। এর ফলে পারিবারিক ঐক্য বাড়ে।

আধ্যাত্মিক পরিবেশ ও ভক্তি জাগাতে

বাড়ির পরিবেশ অপবিত্র ও অশান্ত হলে কিংবা আধ্যাত্মিকতার অভাব থাকলে পূর্ব অথবা উত্তর দিকে কৃষ্ণ আরাধনায় মগ্ন মীরাবাঈয়ের ছবি রাখতে পারেন। এতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি আস্থা মজবুত হবে।

আরও পড়ুন: ১০৮ বার কেন মন্ত্র জপ করতে বলা হয়? এই সংখ্যার রহস্য কী জানেন?

সাহস ও উৎসাহ বৃদ্ধিতে

মনে কোনও কারণে ভয় কাজ করলে বাড়ির উত্তর দিকের দেওয়ালে কৃষ্ণের কালিয়া নাগের ওপর নৃত্যরত মুদ্রার ছবি লাগাতে পারেন। এর ফলে সাহস ও উৎসাহ বৃদ্ধি পায়, নানান ক্ষেত্রে সাফল্য আসে।

ভাঁড়ার ঘর থাকবে পরিপূর্ণ

বাস্তু শাস্ত্র মতে বাড়ির পূর্ব দিকে নাড়ু গোপালের মাখন খাওয়ার ছবি লাগালে বাড়িতে কখনও কোনও খাদ্যাভাব বা অন্নাভাব থাকবে না।

সমৃদ্ধির জন্য

যদি বাড়িতে আর্থিক অনটন লেগে থাকলে, বা টাকা-পয়সা জলের মতো খরচা হতে থাকে কিংবা টাকা আয় কমে যায় তাহলে উত্তর দিকে লক্ষ্মী-নারায়ণের ছবি লাগান। এর ফলে আর্থিক সমস্যার সমাধান হবে।

দাবিত্যাগ - এই নিবন্ধে দেওয়া কোনও তথ্যের যথার্থতা বা নির্ভরযোগ্যতা নিশ্চিত করা হচ্ছে না। এই তথ্যগুলি জ্যোতিষী, পঞ্জিকা, বিশ্বাস বা ধর্মীয় শাস্ত্রের মতো বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে এবং আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য প্রদান করা। এর জন্য হিন্দুস্থান টাইমস বাংলা কোনও ভাবেই দায়বদ্ধ নয়। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Haryana and JNK Election Haryana and JNK Election
ভাগ্যলিপি খবর

Latest News

গভীর রাতে অবস্থার অবনতি, অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেতকে ভরতি করা হল হাসপাতালে মহাষ্টমীর পুণ্যলগ্নে প্রিয়জনকে জানান অন্তরের শুভকামনা, পাঠিয়ে দিন এই বার্তা ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষ্টমী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.