বাংলা নিউজ > ভাগ্যলিপি > Holi 2021: রাশি অনুযায়ী রং দিয়ে দোল খেললে বাড়বে সুখ-সৌভাগ্য, জানুন বিস্তারে

Holi 2021: রাশি অনুযায়ী রং দিয়ে দোল খেললে বাড়বে সুখ-সৌভাগ্য, জানুন বিস্তারে

রাশি অনুযায়ী রঙ মেনে হোলি খেললে জীবনে আনন্দ ও ভালোবাসা বৃদ্ধি পায়।

আনন্দ ও উল্লাসের সঙ্গে সারা ভারতে পালিত হয় দোল পূর্ণিমা ও হোলির উৎসব। রং ও আবির লাগিয়ে শত্রুতা ভুলে সকলকে আপন করে নেওয়ার দিন এই দোল। এই বছর ২৮ মার্চ দোল পূর্ণিমা ও হোলিকা দহন এবং ২৯ মার্চ হোলি। নিজের পছন্দের রঙে সকলকে রাঙিয়ে দেওয়ার দিন এটি। এখানে জানুন কোন রাশির জাতকরা কোন রং দিয়ে হোলি খেলে সুফল পেতে পারেন।

মেষ- হলুদ ও লাল রং দিয়ে এই রাশির জাতকদের দোল খেলা উচিত। এই দুই রংই মেষ রাশির জাতকদের জন্য ভাগ্যশালী ও শুভ। 

বৃষ- এই রাশির জাতকরা গোলাপি, সবুজ ও নীল রং দিয়ে হোলি খেলুন।

মিথুন- সবুজ ও সাদা রং মিথুন রাশির জাতকদের জন্য শুভ।

কর্কট- চন্দ্রের প্রভাব থাকার কারণে কর্কট রাশির জাতকরা স্বভাবজাত চঞ্চল। দোলের দিনে এই রাশির জাতকদের হলুদ ও সাদা রং দিয়ে হোলি খেলা উচিত। এর ফলে এঁদের মন নিয়ন্ত্রণে থাকবে ও সংযমী হবেন।

সিংহ- গোলাপি, হলুদ ও সবুজ রং দিয়ে হোলি খেলা এই রাশির জাতকদের জন্য শুভ। এর ফলে সিংহ রাশির জাতকদের জীবনে উল্লাস ও শান্তির আগমন ঘটবে।

কন্যা- দোলে হলুদ ও সবুজ রং দিয়ে খেললে কন্যা রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন।

তুলা- সবুজ, নীল ও সাদা রংকেই দোল খেলার জন্য নির্বাচন করুন তুলা রাশির জাতকরা। রাশি অনুযায়ী রং মেনে দোল খেললে জীবনে আনন্দ ও ভালোবাসা বৃদ্ধি পায়।

বৃশ্চিক- এই রাশির জাতকরা হলুদ, লাল, নীল রং দিয়ে হোলি খেলুন। এছাড়া গাঢ় লাল বা মেরুন রং দিয়েও দোল খেলতে পারেন এই রাশির জাতকরা।

ধনু- এই রাশির জাতকরা লাল, সাদা, হালকা নীল বা আকাশি নীল রং দিয়ে দোলি খেললে শুভ ফল পেতে পারেন।

মকর- জীবনে আনন্দ ও সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য হোলির দিনে লাল, সাদা, হালকা নীল বা আকাশি নীল রং ব্যবহার করতে পারেন মকর রাশির জাতকরা।

কুম্ভ- নীল ও লাল রঙের ব্যবহার এই রাশির জন্য শুভ। 

মীন- হলুদ ও সবুজ রঙ মীন রাশির জাতকদের জন্য ভাগ্যশালী। তাই দোলের দিনে এই দুই রং ব্যবহার করুন।

ভাগ্যলিপি খবর

Latest News

প্রতিবাদ মিছিলে পেলেন উৎসবের উপহার, লেখা 'মেরুদণ্ড বিক্রি নেই', ঊষসী বলছেন… ‘‌উস্কানিদাতা সিনিয়রদের পুজোয় দেশ–বিদেশের টিকিট কাটা’‌, তথ্য ফাঁস কুণালের ‘মেয়ের বয়সী’ অভিকার সঙ্গে প্রেমের গুঞ্জনে বিরক্ত অর্ক, দুজনের বয়সের ফারাক জানেন? ১০২ জ্বরও দমাতে পারল না শার্দুলকে, হাসপাতালের বেড থেকে মাঠে ফিরেই হাতে নিলেন বল! জরায়ুর ক্যানসার প্রতিরোধকারী মাশরুম আর কোন কোন রোগের সঞ্জীবনী জানেন? দেখে নিন গলছে বরফ? SCO সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই পাকিস্তান যাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শংকর চরম নাটক মারাঠা সচিবালয়ে, একাধিক বিধায়ক সহ ডেপুটি স্পিকারের ঝাঁপ ৪ তলা থেকে! দাড়িভিটের নিহত ২ ছাত্রকে ভাষা শহিদের স্বীকৃতি দিন, মমতাকে চিঠি লিখলেন সুকান্ত দুর্গাপুজো শেষ হলেই শুরু হয়ে যাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ঘোষণা গিল্ডের ঢাকিদেরও বায়না দেওয়া হয়েছিল, বাড়িতে হওয়া দুর্গাপুজোর কথা বললেন নির্যাতিতার মা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.