Powerful Saturn Astrology 2023: তিনদিনের মাথায় শক্তিশালী হতে চলেছেন শনি গ্রহ। যে গ্রহকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে কার হয়। শনির কৃপায় কোন কোন রাশির জাতকদের ভাগ্য ফিরবে, তা দেখে নিন-
1/5আপাতত কুম্ভ রাশিতে অবস্থান করছেন। আগামী শনিবার (১৮ মার্চ) শক্তিশালী হবেন শনিদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিদেব শক্তিশালী হওয়ার ফলে কয়েকটি রাশির জাতকদের উপর ইতিবাচক প্রভাব পড়বে।
2/5বৃষ রাশি- শনি শক্তিশালী হওয়ার ফলে আর্থিক দিক থেকে লাভবান হবেন বৃষ রাশির জাতকরা। মান-সম্মান বৃদ্ধি পাবে বৃষ রাশির জাতকদের। চাকরিজীবীদের জন্য দুর্দান্ত সময় কাটবে। ব্যবসায় মুনাফা বাড়বে। পড়ুয়াদের বিদেশযাত্রার যোগ আছে।
3/5তুলা রাশি- শক্তিশালী শনির কৃপায় তুলা রাশির জাতকদের ভালো সময় কাটবে। তুলা রাশিতে যে ত্রিকোণ রাজযোগ তৈরি হয়েছে, তার ফলে তুলা রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি হতে চলেছে। শেয়ার বাজারে বিনিয়োগ করলে লাভবান হবেন। হাতে টাকা আসবে। প্রেমজীবনে মাধুর্য বাড়বে। মান-সম্মান বৃদ্ধি পাবে।
4/5মকর রাশি- শনিদেব শক্তিশালী হওয়ার ফলে মকর রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আর্থিক দিক থেকে ভালো ফল মিলবে। মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠবেন। যাবতীয় সমস্যা কেটে যাবে। পরিশ্রমের দাম পাবেন মকর রাশির জাতকরা। যাঁরা চাকরি করেন, তাঁদের পদোন্নতি হবে। সঙ্গে বেতনও বাড়বে।
5/5কুম্ভ রাশি- কর্মফলদাতা শনি শক্তিশালী হওয়ার ফলে কুম্ভ রাশির জাতকদের অনুকূল শুরু হবে। ইতিমধ্যে কুম্ভ রাশির কুণ্ডলীতে শশ মহাপুরুষ রাজযোগ তৈরি হয়ে আছে। লাভের সুযোগ বাড়বে। ব্যবসার বহর বৃদ্ধি পাবে। মান-সম্মান বৃদ্ধি পাবে।