বাংলা নিউজ > ভাগ্যলিপি > ১৮ না ১৯ ডিসেম্বর কবে পূর্ণিমা? জেনে নিন সঠিক তারিখ ও পুজোর শুভক্ষণ

১৮ না ১৯ ডিসেম্বর কবে পূর্ণিমা? জেনে নিন সঠিক তারিখ ও পুজোর শুভক্ষণ

অনেকের মতে ১৮ তারিখ পূর্ণিমা, আবার কারও কারও মতে ১৯ তারিখ পূর্ণিমা তিথি থাকবে।

হিন্দু ধর্মে পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। পূর্ণিমার দিনে উপবাস রাখেন অনেকে। এদিন পবিত্র নদীতে স্নানের রীতি প্রচলিত আছে। এ দিন নিয়ম মেনে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করা হয় এবং সন্ধেবেলা চন্দ্রকে অর্ঘ্য দেওয়া হয়। তবে এ মাসে পূর্ণিমার তারিখ সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। অনেকের মতে ১৮ তারিখ পূর্ণিমা, আবার কারও কারও মতে ১৯ তারিখ পূর্ণিমা তিথি থাকবে। পূর্ণিমার সঠিক তিথি ও শুভক্ষণ জেনে নিন এখানে—

পূর্ণিমা তিথি শুরু- ১৮ ডিসেম্বর সকাল ৭টা ২৪ মিনিটে।

পূর্ণিমা তিথি শেষ- ১৯ ডিসেম্বর সকাল ১০টা ০৫ মিনিটে।

পূর্ণিমা ব্রত- ১৮ ডিসেম্বর, শনিবার

পূর্ণিমা স্নান- ১৯ ডিসেম্বর, রবিবার

পুজোর শুভক্ষণ

ব্রহ্ম মুহূর্ত- ভোর ৫টা ১৯ মিনিট থেকে ৬টা ১৩ মিনিট।

অভিজিৎ মুহূর্ত- বেলা ১১টা ৫৭ মিনিট থেকে ১২টা ৩৮ মিনিট পর্যন্ত।

বিজয় মুহূর্ত- দুপুর ২টো ০১ মিনিট থেকে ২টো ৪২ মিনিট পর্যন্ত।

গোধূলি মুহূর্ত সন্ধে ৫টা ১৭ মিনিট থেকে ৫টা ৪১ মিনিট পর্যন্ত।

অমৃত কাল- সকাল ১০টা ১২ মিনিট থেকে বেলা ১২টা পর্যন্ত।

নিশিতা মুহূর্ত- রাত ১১টা ৫১ মিনিট থেকে ভোর রাত ১২টা ৪৫ মিনিট, ১৯ ডিসেম্বর

অমৃত সিদ্ধি যোগ- ভোর ৭টা ০৮ মিনিট থেকে ১টা ৪৯ মিনিট। 

সর্বার্থ সিদ্ধি যোগ- ভোর ৭টা ০৮ মিনিট থেকে ১টা ৪৯ মিনিট।

রবি যোগ- ৭টা ০৮ মিনিট থেকে ১টা ৪৯ মিনিট পর্যন্ত।

বন্ধ করুন