সনাতম ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে দেবাদিদেব মহাদেবের, শ্রী বিষ্ণুদেবের ও মা লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়। এই দিনে পূর্ণিমার ব্রত রাখা হয়। এই দিনে চাঁদের আলোর স্নিগ্ধতায় বহু কাজ হয়ে থাকে। ধার্মিক মান্যতার সঙ্গে বৈজ্ঞানিক দৃষ্টি থেকেও পূর্ণিমা তিথির আলাদা গুরুত্ব রয়েছে। এদিকে, ২০২৫ সাল আসতে আর কিছু দিন বাকি। এরফলে পরের বছর যদি আপনি পূর্ণিমা তিথির খোঁজ করছেন, বা পূর্ণিমা তিথি নিয়ে কৌতূহলী থাকেন, তাহলে দেখে নিন পূর্ণিমা তিথি ২০২৫ সালে কবে কবে পড়েছে।
পূর্ণিমা তিথি ২০২৪র ব্রত:-
পূর্ণিমা তিথির দিনে ব্রত আর পুজো পাঠ করার ফলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এই দিনে ভালো কাজের বিশেষ ফল পাওয়া যায়, বিষ্ণুপুজো করলে। ঘরে সুখ শান্তি ধরে রাখতে এই দিনে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীদেবীর আরাধনা করা হয়।
২০২৫ সালে কবে কবে পড়ছে পূর্ণিমা:-
পৌষ শুক্র পূর্ণিমা- ১৩ জানুয়ারি, ২০২৫, সোমবার।
মাঘ শুক্ল পূর্ণিমা-১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার।
ফাল্গুন শুক্ল পূর্ণিমা-১৪ মার্চ, ২০২৫ শনিবার।
চৈত্র শুক্ল পূর্ণিমা-১২ এপ্রিল, ২০২৫, শনিবার।
বৈশাখ শুক্ল পূর্ণিমা-১২ মে, ২০২৫, সোমবার।
জৈষ্ঠ শুক্ল পূর্ণিমা- ১১ জুন ২০২৫, বুধবার।
আষাঢ় শুক্ল পূর্ণিমা-১০ জুলাই, ২০২৫, বৃহস্পতিবার।
শ্রাবণ শুক্ল পূর্ণিমা-৯ অগস্ট, ২০২৫, শনিবার।
( ট্রাম্পের দেশে চন্দননগরের জয়ন্ত হচ্ছেন NIHর পরবর্তী ডিরেক্টর, কেমন মানুষ তিনি? বলছেন পরিজনরা)
ভাদ্র শুক্ল পূর্ণিমা-৭ সেপ্টেম্বর, ২০২৫, রবিবার।
আশ্বিন শুক্ল পূর্ণিমা- ৬-৭ অক্টোবর, ২০২৫,মঙ্গলবার। এই দিনে রয়েছে কোজাগরী লক্ষ্মীপুজো।
কার্তিক শুক্ল পূর্ণিমা-৫ নভেম্বর, ২০২৫, বুধবার।
মার্গশীর্ষ শুক্ল পূর্ণিমা-৪ ডিসেম্বর, ২০২৫, বৃহস্পতিবার।
(এই তথ্য মান্যতাধর্মী। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)