বৈদিক জ্যোতিষশাস্ত্রে মায়াবী গ্রহ রাহুর মাহাত্ম্য অপরিসীম। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলে রাহু। জ্যোতিষশাস্ত্র মতে, যখন রাহুর চালে বদল আসে, তখন তার প্রভাব সব জাতক জাতিকাদের ভাগ্যে পড়তে চলেছে। আসন্ন সময়ে শনির রাশি কুম্ভে প্রবেশ করতে চলেছেন রাহু। তবে রাহু মানেই খারাপ ঘটনা তা নয়। রাহুর গোচর বহু রাশির জন্য বাড়তি ভালো সময় নিয়ে আসতে চলেছে। দেখা যাক, কারা কারা লাকি হতে চলেছে এই রাহুর গোচরে।
কুম্ভ
আসন্ন সময়ে কুম্ভ রাশিতেই রাহু প্রবেশ করতে চলেছে। এই সময় জাতক জাতিকাদের আত্মবিশ্বাস দ্বিগুণ বাড়বে। কাজের ক্ষেত্রে আর রোজগারে দারুন লাভ পেতে পারেন। আয়ের নতুুন নতুন রাস্তা তৈরি হবে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। বিবাহিতদের ক্ষেত্রে জীবনসঙ্গীর পেশাগত জীবনে উত্থান রয়েছে। আপনার সমস্ত যোজনা পরিকল্পনা সফল হবে। জীবনধারাতেও বদল আসবে।
( Shanidev Dhahiya: শনিদেবের কৃপায় সুখের দিন আসছে কর্কট সহ ২ রাশির! ঢাইয়া থেকে মুক্তি কবে?)
বৃষ
বৃষ রাশির জন্য রাহুর গোচর খুবই লাভদায়ী হবে। কর্মভাবে পড়বে রাহুর প্রভাব। ফলে ব্যবসা ও চাকরিতে উন্নতির যোগ রয়েছে। ব্যবসা সূত্রে কোথাও গেলে, লাভ পাবেন। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা পাবেন চাকরি। প্রমোশন আর বেতনে বৃদ্ধি দেখতে পাবেন। ব্যবসায়ীরা বিশেষ মুনাফা পাবেন, ব্যবসার বিস্তার হবে।
মিথুন
মিথুন রাশির জন্যও রাহুর গোচর দারুন লাভদায়ী হবে। এই সময় রাহুর সঞ্চারনের ফলে আপনার আটকে থাকা কাজ, সম্পন্ন হবে। ভাবনা চিন্তার ক্ষমতা বাড়বে। তাতে আপনার সিদ্ধন্ত নিতে সুবিধা হবে। ধার্মিক আর মাঙ্গলিক কাজে আপনাকে অংশ নিতে দেখা যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্ররা পাবেন সাফল্য।
কবে কুম্ভে রাহুর প্রবেশ?
২০২৫ সালে শনির রাশি কুম্ভে রাহু প্রবেশ করবে। তা অনেকের ক্ষেত্রে শুভ হলেও, অনেকের ক্ষেত্রে অশুভ। তবে নতুন বছরে বেশ কিছু রাশি রাহুর গোচরের জেরে ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবে।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)