জ্যোতিষশাস্ত্রমতে, কেতুর প্রভাব কিছু কম নয় জাতক জাতিকার জীবনে। এদিকে, জ্যোতিষ গণনা এও বলছে, যে সময়ে সময়ে বিভিন্ন গ্রহ তার অবস্থান বদল করে কেতু। ফলে তারও প্রভাব পড়ে রাশিফলে। আসন্ন সময়ে কেতু নক্ষত্র পাল্টাতে চলেছেন। আসন্ন সময়ে একা কেতু নন, সঙ্গে রাহুও নক্ষত্র পরিবর্তন করবেন। রাহু যাবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, আর কেতু যাবেন, উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এরফলে রাহু কেতুর নক্ষত্র পরিবর্তনের ফলে একঝাঁক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কাদের কাদের ভালো সময় শুরু হতে চলেছে, দেখা যাক।
তু লা
এই সময় আপনার আয়ে হু হু করে বাড়তে পারে। যাঁরা চাকরি করছেন, তাঁদের আয়ে ব্যাপক বৃদ্ধি হতে পারে। বাড়তে পারে বেতনও। দোকান যাঁদের রয়েছে, তাঁদের আয় হু হু করে বাড়তে পারে। সুখ সুবিধা বাড়তে পারে। পরিবারে ভালো কিছু কাজ হতে পারে। সব কাজে পাবেন সার্থকতা। আসবে টাকাও।
মেষ
এই সময় আপনি দেশ বিদেশের যাত্রা করতে পারেন। আর্থিক দিক দিয়ে উন্নতির যোগ রয়েছে। চাকরিরতদের যদি সময়ে টার্গেট পূরণ নিয়ে টেনশন থাকে, তাহলে সেই টেনশন চলে যেতে পারে। এই সময় চাকরিরতদের পদ আর বেতন, দুই দিক থেকেই বৃদ্ধি হবে। আয়ের নতুন সূত্র ধরে লাভ হবে। টাকা আসার নতুন রাস্তা তৈরি হবে। সমাজে উচ্চস্তরীয় কোনও পদ পেতে পারেন। মান সম্মান পেতে পারেন।
কর্কট
রাহু আর কেতুর নক্ষত্র পরিবর্তন শুভ ফলদায়ী। এই সময় আপনি সাহস আর পরাক্রমে বৃদ্ধি পাবে। চাকরিরতদের জন্য এই সময় খুবই ভালো পদোন্নতির যোগ রয়েছে। যে কাজ আধা হয়ে রয়েছে, সেই কাজে পাবেন উন্নতি দেখতে। এই সময় আপনি ভাগ্যের সহায়তা পাবেন। যে কাজ অর্ধেক হয়েছিল, তা এবার শেষ হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাক উন্নতির সময়। এই সময় আপনার ইচ্ছা পূরণ হতে পারে। বাবা মায়ের সহযোগিতা পাবেন।
কবে রয়েছে এই গোচর?
রাহু ও কেতুর নক্ষত্র পরিবর্তন বহু রাশির জাতক জাতিকাকে লাভ দিতে পারে। এই নক্ষত্র পরিবর্তন ১৬ মার্চ হতে পারে। সেদিন সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে রাহু ও কেতুন নক্ষত্র পরিবর্তন রয়েছে।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )