১২ মার্চ মেষ রাশিতে শুক্রের গোচর হচ্ছে,যেখানে আগে থেকেই অবস্থান করছে রাহু। তারফলে এই দুই গ্রহের যুতি মেষ রাশিতে তৈরি হচ্ছে। এরফলে ১২ রাশির মধ্যে বিশেষ ৩ রাশিত বড়সড় প্রভাব পড়তে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশিতে এর প্রভাব পড়তে চলেছে।
1/5গ্রহদের একটি নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন হয় রাশির। আর তার ফলে একাধিক গ্রহের এই গতিবিধির ফলে ১২ রাশিতে কম বেশি প্রভাব পড়ে। তার প্রভাব পড়ে, জীবনধারণের বিভিন্ন দিকে। সদ্য ১২ মার্চ শুক্র গ্রহ মেষ রাশিতে পৌঁছেছে। যার ফলে তৈরি হচ্ছে গ্রহদের যুতি।
2/5১২ মার্চ মেষ রাশিতে শুক্রের গোচর হচ্ছে,যেখানে আগে থেকেই অবস্থান করছে রাহু। তারফলে এই দুই গ্রহের যুতি মেষ রাশিতে তৈরি হচ্ছে। এরফলে ১২ রাশির মধ্যে বিশেষ ৩ রাশিত বড়সড় প্রভাব পড়তে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশিতে এর প্রভাব পড়তে চলেছে।
3/5মেষ- এই সময় আপনার আত্মবিশ্বাস রকেট গতিতে বাড়তে থাকবে। পাশাপাশি পাবেন সুখ সুবিধা, পরিবারের মানুষজনের সঙ্গে সময় কাটাতে পারবেন। আত্মবিশ্বাস হু হু করে বাড়তে থাকবে। কর্মস্থলে মন বসতে শুরু করবে। দাম্পত্য প্রেম অনেক গুণ বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5মিথুন:বিদেশের সঙ্গে যাদের ব্যবসার সম্পর্ক রয়েছে, তাদের সময় ভালো কাটবে। ব্যবসার দিক থেকে হবে বিস্তার। আয় আগের চেয়ে অনেক গুণ বাড়তে পারে। সন্তানের দিক থেকে উন্নতির খবর আসবে। হতে পারে আকস্মিক ধনলাভ।
5/5মকর:আর্থিক দিক থেকে আপনারা ব্যপক লাভবান হতে থাকবেন। এই যুতি আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। কিনতে পারেন বাড়ি, জমি। পাবেন পার্থিব সমস্ত সুখ। (এই প্রতিবেদনের তথ্য মান্যতাধর্মী। এর সত্যতার দাবি করেনা হিন্দুস্তান টাইমস বাংলা।)