জ্যোতিষশাস্ত্রে রাহু আর শুক্রকে বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়। এই দুই গ্রহের পরিস্থিতি সামান্য বদলে গেলেও, তার অদ্ভূত প্রভাব পড়তে থাকে জাতক জাতিকাদের জীবনে। রাহু ও শুক্রের যুতির ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন দারুনভাবে। কিছুদিন পরই শুক্র রাশি পরিবর্তন করবেন। যাবেন মীন রাশিতে। যেখানে আগে থেকেই রয়েছেন রাহু। ফলে দুই গ্রহের সহাবস্থানে তৈরি হবে রাহু ও শুক্রের যুতি।
রাহু ও শুক্রের যুতি বহু রাশির জন্য লাভদায়ী হবে। কবে এই যুতি হতে চলেছে, তা জানার আগে দেখে নিন কোন কোন রাশি এই যুতির ফলে লাভবান হতে চলেছেন।
কর্কট
এই সময়ে আপনি আপনার কাজ নিখুঁতভাবে করতে পারবেন। কর্মক্ষেত্রে অপার সাফল্য আসবে। আপনি যে পরিশ্রম ও আন্তরিকতা দিয়ে কাজ করেন, তা ফলপ্রসূ হবে। এবার পর্দার পিছনে আর নয়, বরং পর্দার সামনে আপনি থাকবেন। বিদেশ যাওয়ার স্বপ্ন পূর হবে। জীবনে অনেক রকমের ভালো সময় আসবে। মা বাবার সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
তুলা
এই রাশিতে রাহু আর শুক্রের যুতি সপ্তমভাবে থাকবে। দাম্পত্য জীবনে আসবে নানান রকমের আনন্দ। জীবন সঙ্গীর সঙ্গে চলমান সংঘাত মিটে যাবে। এদিকে, যাঁরা সিঙ্গল, তাঁদের বিয়ের জন্য বেশ কিছু সম্মন্ধ আসতে পারে। বিয়ের যোগও রয়েছে এই সময়। প্রেম বিয়ের ভালো সময় এটা। সন্তানের সঙ্গে সমস্যা থাকলে তা মিটে যাবে। বেতন বৃদ্ধি হতে পারে। সন্তানের স্বাস্থ্য ভালো থাকতে পারে।
বৃশ্চিক
রাহু ও শুক্রের যুতিতে বৃশ্চিকের বহু দিক থেকে হবে লাভ। শত্রুদের থেকে মিলবে রেহাই। আকস্মিক ধনলাভ হতে পারে এই সময়। চাকরি আর ব্যবসাতেও ব্যপক লাভ পেতে পারেন। নতুন চাকরি যাঁরা খুঁজছেন, তাঁরাও সৌভাগ্যের অধিকারী হবেন। শত্রুদের থেকে পাবেন ছুটি। কোনও সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। প্রেম জীবন ভালো কাটবে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা পাবেন লাভ।
কবে এই যুতি?
দৃক পঞ্চাঙ্গ অনুসারে আগামী মাসেই রয়েছে এই যুতি। ২৮ জানুয়ারি, ২০২৫ সকাল ৭ টা ১২ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে শুক্র। সেখানেই থাকবে রাহু। আর তার জেরেই তৈরি হবে এই যুতি।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)