রাজযোগ জ্যোতিষসাস্ত্রে অত্য়ন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার তো একসঙ্গে তিনটি রাজযোগ হচ্ছে। যা প্রায় ৬২০ বছর পর তৈরি হতে চলেছে। ওই তিনটি রাশির জাতকদের প্রভাবে তিনটি রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। বৃদ্ধি পাবে সম্মান। কারা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5আপাতত কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনি। গত ১৭ জানুয়ারি থেকে কুম্ভ রাশিতেই আছেন। তারইমধ্যে ১৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন সূর্য। মীন রাশিতে আছেন শুক্র। কয়েকদিন পরেই মীন রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতি। গ্রহের এমন অবস্থা সচরাচর তৈরি করা হয় না। ৬১৭ বছর পর সেই অবস্থান তৈরি হয়েছে। ওই অবস্থানের ফলে একইসঙ্গে তিনটি রাজযোগ তৈরি হচ্ছে।
2/5জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের ওরকম অবস্থানের ফলে শশা রাজযোগ, হংস রাজযোগ এবং মালব্য রাজযোগ তৈরি হচ্ছে। ওই তিনটি রাজযোগের ফলে একাধিক রাশির জীবনে সুখ-সমৃদ্ধি আসবে। জীবন সুখকর হয়ে উঠবে। চাকরির দিক থেকে লাভবান হবেন।
3/5মিথুন রাশি- মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে দুটি রাজযোগ তৈরি হয়েছে - হংস রাজযোগ এবং মালব্য রাজযোগ। যেহেতু মিথুন কর্মস্থানে শুক্র এবং বৃহস্পতি অবস্থান করছেন, তাই চাকরি জীবনে দুর্দান্ত লাভ হবে মিথুন রাশির জাতকদের। চাকরির সন্ধানে থাকা মিথুন রাশির জাতকরা উপযুক্ত এবং ভালো চাকরি পাবেন। চাকরির ভিত্তিতে ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করে ফেলবেন। সমাজে মান-সম্মান বাড়বে।
4/5ধনু রাশি- ধনু রাশির জাতকদর কুণ্ডলির চতুর্থ স্থানে মালব্য রাজযোগ তৈরি হয়েছে। তার ফলে ধনু রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধি আসবে। ব্যবসা করলে বড় কোনও অর্ডার পাবেন। বাড়বে মুনাফা। আটকে থাকা সব কাজে গতি আসবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনও বিবাদ থাকলে তা কেটে যাবে।
5/5কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতকরা শনির আশীর্বাদ পাচ্ছেন। বিনিয়োগ করে থাকলে লাভবান হবেন কুম্ভ রাশির জাতকরা। পেশাদার জীবনে ভালো সময় কাচবে। সহকর্মী এবং সিনিয়কদের সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে আপনার অবস্থান আরও ভালো হবে। যে কুম্ভ রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের ব্যবসার বহর বাড়তে পারে। আর্থিক দিক থেকে লাভের প্রবল সম্ভাবনা আছে।