ইসলাম ধর্মমতে অত্যন্ত পবিত্র মাস হিসাবে রমজান মাসকে দেখা হয়। এই পবিত্র রমজান মাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইসলামধর্মাবলম্বীরা এই পবিত্র মাসে রোজা পালন করে থাকেন। এই সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল, সেহরি ও ইফতারের সময়সূচি। ঊষার পূর্বের খাবার বা ভোরের আহার হিসাবে সেহরি গ্রহণ করা হয়। আর সূর্যাস্তের পরে রোজা ভাঙার জন্য একটি খাবার হিসাবে ইফতারকে দেখা হয়। মূলত, খেজুর খেয়ে এই রোজা ভাঙা হয়। এদিকে, আসতে চলেছে পবিত্র ইদ। তার আগে ২৪ মার্চ থেকে শুরু হতে চলা সপ্তাহে কলকাতায় সেহরি ও ইফতারের সময়সূচি দেখে নিন।
কলকাতায় সেহরি ও ইফতারের সময়সূচি:-
২৪ মার্চ- সেহরি ভোর ৪:২১ মিনিটে, ইফতার বিকেল ৫:৫০ মিনিট।
২৫ মার্চ-সেহরি ভোর ৪:২০ মিনিটে, ইফতার বিকেল ৫:৫০ মিনিট।
২৬ মার্চ- সেহরি ভোর ৪:১৯ মিনিট, ইফতার বিকেল ৫:৫১ মিনিট।
২৭ মার্চ- সেহরি ভোর ৪:১৮ মিনিট, ইফতার বিকেল ৫:৫১ মিনিট।
২৮ মার্চ- সেহরি ভোর ৪:১৭ মিনিট, ইফতার বিকেল ৫:৫১ মিনিট।
২৯ মার্চ- সেহরি ভোর ৪:১৫ মিনিট, ইফতার বিকেল ৫:৫২ মিনিট।
৩০ মার্চ- সেহরি ভোর ৪:১৪ মিনিট, ইফতার বিকেল ৫:৫৩ মিনিট।
৩১ মার্চ- সেহরি ভোর ৪:১৪ মিনিট, ইফতার বিকেল ৫:৫৩ মিনিট।
কবে পালিত হতে পারে ২০২৫র খুশির ইদ?
এই বছর, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দক্ষিণ এশীয় দেশগুলি, যেখানে সাধারণত মধ্যপ্রাচ্য এবং পশ্চিমি দেশগুলির তুলনায় একদিন দেরিতে রমজান শুরু হয়, তারা সম্ভবত ৩০ মার্চ, ২০২৫ তারিখে ১৪৪৬ হিজরির ২৯তম রমজানের চাঁদ দেখার জন্য প্রস্তুত থাকবে।দক্ষিণ এশিয় এই দেশগুলিতে ৩০ মার্চ সন্ধ্যায় মাগরিবের নামাজের পর চাঁদ দেখা গেলে, ৩১ মার্চ ইদ উদযাপিত হতে পারে। উল্লেখ্য, ইসলাম ধর্ম অনুসারে ইদের তারিখ বা দিনক্ষণ চাঁদ দেখার উপর নির্ধারিত হয় ৷ যদি এই বছরে শাওয়ালের চাঁদ ৩০ মার্চ দেখা দেখা যায় সেক্ষেত্রে ৩১ মার্চ খুশির ইদ পালিত হতে পারে ৷ যদি চাঁদ দেখা যায় ৩১ মার্চ সেক্ষেত্রে খুশির ইদ পালিত হতে পারে ১ এপ্রিল ২০২৫-এ।