Rules of Roza: কয়েকটি ভুল রোজার সময় করা উচিত নয়। এতেই বাতিল হয়ে যায় রোজা। আবার কিছু নির্দিষ্ট মানুষ রোজার বদলে ফিদিয়া করতে পারেন।
1/6২০২৩ সালে ভারতে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে ২২ মার্চ থেকে। রমজান মাসে রোজা বা নির্জলা উপবাস একটি বিশেষ নিয়ম। সকালে সূর্যোদয়ের আগে খাওয়াদাওয়া করে নিতে হয়। আবার সূর্যাস্তের নামাজ পড়ে রোজা ভেঙে খাওয়াদাওয়ার নিয়ম। এর মধ্যে জলস্পর্শ করাও উচিত নয়। (Imran Nissar)
2/6তবে রোজা করার বেশ কিছু নিয়ম আছে। রোজাদারদের (যারা রোজা করেন) এই নিয়ম মানতে হয়। অন্যথায় রোজা বাতিল বলে গণ্য হয়। দেখে নেওয়া যাক, সেই নিয়মগুলি কী কী। (Imran Nissar)
3/6অসুস্থ, গর্ভবতী বা কোনও মহিলা যদি স্তনদুগ্ধ পান করান তাহলে রোজা না করলেও চলে। এছাড়াও ডায়াবিটিক ও বয়স্ক ব্যক্তিদের জন্য রোজা আবশ্যক নয়। রোজার বদলে ফিদিয়া করে রোজার কর্তব্য পালন করতে হয়। ফিদিয়াতে রমজানের সময় প্রতিদিন দরিদ্র ব্যক্তিদের খাবার দান করার নিয়ম। কোনও দিন কেউ রোজা পালন করতে না পারলে ফিদিয়া করেও ক্ষতিপূরণ করা যায়। (Imran Nissar)
4/6ঋতুস্রাব চলার সময় বা সন্তান প্রসবের পর ঋতুস্রাব হলে রোজা রাখা উচিত নয়। পরে সেই ক্ষতিপূরণ করে দিতে হয়। (Imran Nissar)
5/6এই সময় রোজ পাঁচবার নামাজ পড়তে হয়। এছাড়াও রোজার সময় ইচ্ছে করে কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ। ধূমপান বা মদ্যপান করলে রোজা বাতিল হয়ে যায়। (Imran Nissar)
6/6ভুল করে কিছু খেয়ে ফেললে উপোসে খারাপ প্রভাব পড়ে না বা রোজদারের রোজা বাতিল সাব্যস্ত হয় না। তবে ভুল বোঝার সঙ্গে সঙ্গে প্রায়শ্চিত্ত করে রোজা পূর্ণ করতে হয়। (Imran Nissar)