Ramzan 2023: ইসলামের পবিত্র মাস হল রমজান মাস। ইসলামিক ক্যালেন্ডারের নবম মাসে ‘রোজা’ রাখেন ধর্মপ্রাণ মুসলমানরা। সেহরি ও ইফতার তাঁর অঙ্গ। জেনে নিন কখন সেহরি ও ইফতারের দিনক্ষণ।
1/6আগামী ২২ মার্চ থেকে ভারতে রমজান মাস শুরু হতে পারে। চাঁদ দেখার মধ্যে দিয়ে শুরু হবে এই পবিত্র উদযাপন। তার পরদিন থেকেই শুরু ‘রোজা’। (AP)
2/6‘রোজা’ রাখার জন্য বেশ কিছু নিয়ম মানতে হয় ধর্মপ্রাণ মুসলমানদের। রমজানের মাসের টানা ২৯ বা ৩০ দিন ভোরের আলো ফোটার আগে খাওয়াদাওয়া করে ফেলতে হয়। এই খাওয়াদাওয়াকে বলা হয় সেহরি বা সুহুর। (AP)
3/6অন্যদিকে সূর্য অস্ত না গেলে কোনও খাবার স্পর্শ করা যায় না। সূর্য অস্ত যাওয়ার পর নামাজ পরে শুরু হয় ইফতারের খাওয়াদাওয়া। এই সময় নানারকম আয়োজনও হয়। (AP)
4/6ভারতের একেক শহরে কয়েক মিনিটের হেরফেরে সূর্যাস্ত ও সূর্যোদয় হয়। তাই সেহরি ও ইফতারের সময়ও পাল্টায়। দেখে নেওয়া যাক, সেই দিনক্ষণ। (AP)
5/6রমজান মাস শুরুর দিন কলকাতায় ভোর ৪ টে ১৭ মিনিটে সেহরি আর ইফতার বিকেল ৫ টা ৪৭ মিনিটে। মুম্বইয়ে ৫ টা ৩২ মিনিটে সেহরি আর ৬ টা ৪৯ মিনিটে ইফতার। দিল্লিতে ৫ টা ১০ মিনিটে সেহরি শুরু আর ইফতার ৬ টা ৩৩ মিনিটে। (AP)
6/6অন্যদিকে চেন্নাইয়ে সেহরি ৫ টা ০৪ মিনিটে শুরু, ইফতার ৬ টা ২০ মিনিটে। হায়দরাবাদে ৫ টা ১০ মিনিটে সেহরি আর ৬ টা ৩০ মিনিটে ইফতার। (AP)