বাংলা নিউজ > ভাগ্যলিপি > মেয়ের বিয়েতে বাধা? জানুন কারণ ও সমাধানের উপায়

মেয়ের বিয়েতে বাধা? জানুন কারণ ও সমাধানের উপায়

পঞ্চম স্থানে কোনও অশুভ গ্রহ এসে পড়লে বিয়েতে বাধা উৎপন্ন হতে পারে

জ্যোতিষ শাস্ত্রে কোনও বিয়েতে বাধা সৃষ্টি হওয়ার বেশ কয়েকটি কারণের উল্লেখ রয়েছে, যার মধ্যে অন্যতম হল কুষ্ঠিতে দুর্বল বৃহস্পতির উপস্থিতি।

মেয়ের বিয়েতে দেরি মা-বাবার চিন্তার অন্যতম কারণ। ছেলে পছন্দ না-হওয়া, কুষ্ঠি না-মেলা, এমন অনেক কারণই বিয়ে স্থির হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। জ্যোতিষ শাস্ত্রে কোনও বিয়ে ঠিক না-হওয়ার বেশ কয়েকটি কারণের উল্লেখ আছে, যার মধ্যে অন্যতম হল কুষ্ঠিতে দুর্বল বৃহস্পতির উপস্থিতি। সেক্ষেত্রে বৃহস্পতিকে শক্তিশালী করার বেশ কিছু উপায়ও বলা রয়েছে শাস্ত্রে।

বিয়েতে বাধা এলে কী করবেন:

১. কোনও মেয়ের বিয়েতে বার বার বাধা এলে শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করুন।

২. বৃহস্পতিবার গোরুকে সবুজ ঘাস খাওয়ালে কুষ্ঠিতে বৃহস্পতি সংক্রান্ত দোষের প্রভাব কম হয়।

৩. বৃহস্পতিবার উপোস করুন এবং কলাগাছের পুজো করুন।

৪. শিব-পার্বতীর পুজো করলে বিবাহ কার্য তাড়াতাড়ি সম্পন্ন হয়।

৫. বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান করা উচিত এবং দরিদ্রকে হলুদ অন্ন-শস্য দান করা উচিত।

কোন গ্রহ বিবাহের জন্য দায়ী:

বিয়ের জন্য বৃহস্পতিকে প্রবল হতে হয়। জ্যোতিষ গণনা অনুযায়ী, পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়লে বিবাহের প্রবল যোগ তৈরি হয়। এক বছরের জন্য কোনও জাতকের কুষ্ঠিতে বৃহস্পতি পঞ্চমেশের পাশাপাশি একাদশ স্থানে অবস্থান করলে, এক বছরের ভিতর বিয়ের সম্ভাবনা প্রবল থাকে। এ ছাড়াও বিয়ের সহায়ক বৃহস্পতির পাশাপাশি শুক্র, চন্দ্র এবং বুধের যোগও প্রভাবশালী।

বিয়েতে বাধা সৃষ্টি করতে পারে যে গ্রহ:

কোনও জাতকের কুষ্ঠিতে বৃহস্পতি পঞ্চম স্থানে থাকা সত্ত্বেও যদি একাদশ স্থানে রাহু এসে বসে, তা হলে সেই যোগ বিয়ের জন্য অশুভ। আবার বৃহস্পতির পঞ্চম স্থানে কোনও অশুভ গ্রহ এসে পড়লে, সে ক্ষেত্রেও বিয়েতে বাধা উৎপন্ন হতে পারে। এই অশুভ গ্রহ হল শনি, রাহু ও কেতু।

বন্ধ করুন