দেবশয়নী একাদশী আবার হরিশয়নী একাদশী নামে পরিচিত। এই একাদশী তিথি থেকেই চতুর্মাস শুরু হয়। আজ, ২০ জুলাই হরিশয়নী একাদশী। আজকের দিন থেকে ৪ মাসের জন্য নিদ্রা যাবেন বিষ্ণু। যার ফলে ৪ মাস পর্যন্ত কোনও মঙ্গল অনুষ্ঠান আয়োজিত হবে না। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী হরিশয়নী একাদশীর দিনে রাশি অনুযায়ী কোনও উপায় করলে জাতকদের লাভ হয়। কোন রাশির জাতকরা কোন উপায় করবেন জেনে নিন—
মেষ- একাদশীর দিনে এই রাশির জাতকরা ঘিয়ে সিঁদূর মিশিয়ে বিষ্ণুকে লাগান। এই উপায়ে দারিদ্র দূর হবে।
বৃষ- একাদশীর দিনে বিষ্ণুকে মাখন ও মিশ্রীর ভোগ অর্পণ করলে জাতকের সমস্ত মনোস্কামনা পূর্ণ হয়।
মিথুন- বৃষের মতোই মিথুন রাশির জাতকরাও নিজের মনোস্কামনা পূরণের উদ্দেশে নারায়ণকে মাখন ও মিশ্রী ভোগ নিবেদন করুন।
কর্কট- সমস্যার সমাধানের জন্য একাদশীর দিনে দুধ ও হলুদ অর্পণ করুন।
সিংহ- একাদশীর দিনে গুড়ের ভোগ লাগানো উচিত সিংহ রাশির জাতকদের। এই উপায়ে ভেস্তে যাওয়া কাজও সফল হবে।
কন্যা- এই রাশির জাতকরা একাদশীর দিনে বিষ্ণুকে তুলসী অর্পণ করুন। এই উপায় জাতকের আর্থিক পরিস্থিতি মজবুত করবে।
তুলা- একাদশীর দিনে মুলতানি মাটির লেপ বিষ্ণুর ছবিতে লাগানো উচিত। এমন করলে এই রাশির জাতকদের ব্যক্তিত্বের আকর্ষণ বৃদ্ধি পায়।
বৃশ্চিক- কাজে সাফল্যের জন্য বৃশ্চিক রাশির জাতকরা একাদশীর দিনে বিষ্ণুকে দই ও মধুর ভোগ নিবেদন করুন।
ধনু- ছোলার প্রসাদ অর্পণ করলে ধন বৃদ্ধি হতে পারে ধনু রাশির জাতকদের।
মকর- নানান লাভের জন্য বিষ্ণুকে লবঙ্গ ও এলাচ অর্পণ করুন মকর রাশির জাতকরা।
কুম্ভ- একাদশীর দিনে কুম্ভ রাশির জাতকরা বিষ্ণুকে নারকেল ও মিশ্রীর ভোগ নিবেদন করলে ইতিবাচক ফলাফল লাভ করতে পারবেন।
মীন- একাদশী দিনে বিষ্ণুকে জাফরানের তিলক করলে সুফল পেতে পারেন মীন রাশির জাতকরা।