ধনু রাশি
চাকরিতে কাজের ভার বাড়তে পারে। ফেব্রুয়ারি থেকে চাকরিতে উন্নতি হবে। হতে পারে পদোন্নতি। তবে বদলির সম্ভাবনাও আছে। বাংলা নববর্ষের ঠিক আগেই শিক্ষা সংক্রান্ত কাজে বাড়তি নজর দিন। আগামী ৭ মার্চ থেকে ব্যবসার উন্নতি হবে। ব্যবসার অবস্থার পরিবর্তন হবে। ধৈর্য বজায় রাখুন। নয়া বছরে সন্তানের স্বাস্থ্যের উন্নতি হবে।
বাংলার নববর্ষের শুরুতে মায়ের সুখ বাড়বে। ধর্মীয় কাজে খরচ বাড়বে। বাড়ির রক্ষণাবেক্ষণের জন্যও বাড়বে খরচ। আগামী ২৯ এপ্রিল শনির সাড়েসাতি শেষ হবে। তারপর চাকরির ক্ষেত্রে ভালো খবর পাবেন। সার্বিকভাবে পরিস্থিতি ভালো হবে। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। সন্তানের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। তারইমধ্যে চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে।
মকর রাশি
বছরের শুরুতে আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। অর্থ লাভ হবে। আগামী ৭ মার্চের পর ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনও বন্ধুর প্রস্তাব পাবেন। মুনাফা বাড়বে। চাকরিতে উন্নতির যোগ তৈরি হবে। বাবা এবং মায়ের সান্নিধ্য পাবেন। কোনও গাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। মার্চ শুরুর আগেই সন্তানের স্বাস্থ্যের উন্নতি হবে। বন্ধুর সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন। অধিক পরিশ্রম করতে হবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।
আগামী ১৩ এপ্রিল নিজের রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতি। তার প্রভাব পড়বে মকর রাশির জাতকদের উপর। শিক্ষা এবং গবেষণা সংক্রান্ত কাজে ব্যস্ততা বেড়ে যাবে। ধর্মের প্রতি টান বৃদ্ধি পাবে। চাকরিতে আরও উন্নতি হবে। আয় বাড়তে পারে। মে থেকে বিদেশযাত্রার সুযোগ আছে। তারইমধ্যে বছরের প্রথম মাসের মাঝামাঝি সময় ধৈর্যের কিছুটা অভাব হতে পারে।