বসন্ত পঞ্চমী মানেই, মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথি। বসন্তের এই শুভ তিথি ২০২৩ সালের ২৫ জানুয়ারি থেকেই পড়ে যাচ্ছে। আর সেই মতো সরস্বতী পুজোর শুভ তিথিও শুরু হচ্ছে সেই সময়। যদিও পুজো সম্পন্ন হবে ২৬ জানুয়ারি।
1/5মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আয়োজিত হয় বাগদেবীর আরাধনা। পঞ্জিকা মতে ২০২৩ সালের সরস্বতী পুজোর শুভ তিথি ২৬ জানুয়ারি পালিত হতে চলেছে। হিন্দুশাস্ত্র অনুসারে মাঘের এই পূণ্যলগ্নে দেবী সরস্বতীর আরাধনা করলে মেনে বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের সম্ভার। চলতি বছরে এই তিথিতে পড়েছে বেশ কিছু শুভ যোগ। এই বিশেষ তিথি কখন পড়ছে, তা দেখে নেওয়া যাক।
2/5বসন্তপঞ্চমীর শুভ তিথি- বসন্ত পঞ্চমী মানেই, মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথি। বসন্তের এই শুভ তিথি ২০২৩ সালের ২৫ জানুয়ারি সন্ধ্যে থেকেই পড়ে যাচ্ছে। আর সেই মতো সরস্বতী পুজোর শুভ তিথিও শুরু হচ্ছে সেই সময়। যদিও পুজো সম্পন্ন হবে ২৬ জানুয়ারি।
3/5বসন্ত পঞ্চমী তিথির শুভ সময়- মাঘের শুক্লাপঞ্চমীর শুভ তিথি পড়ছে, ২৫ জানুয়ারি দুপুর ১২ টা ২ৃ৩৪ মিনিট থেকে। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি শেষ হতে চলেছে ২৬ জানুয়ারি সকাল ১০ টা ২৮ মিনিটে। (ছবি সৌজন্য এএনআই)
4/5সরস্বতী পুজোর শুভ সময়- সরস্বতী পুজোর শুভ সময় শুরু হতে চলেছে, ২৬ জানুয়ারি সকাল ৭টা ১২ মিনিট থেকে। এই দিনের ৫ ঘণ্টার মধ্যেই দিয়ে ফেলতে হবে অঞ্জলী। হলুদ পোশাকের সাজে এই দিনে বিশেষভাবে হবে দেবীর আরাধনা।
5/5বসন্ত পঞ্চমীতে শুভ যোগ- বসন্ত পঞ্চমী তিথিতে শাস্ত্র মতে একাধিক শুভ যোগ পড়ছে। ২৬ জানুয়ারি শিবযোগ শুরু হবে ভোররাত ৩.১০ মিনিট থেকে বিকেল ৩.২৯ মিনিট পর্যন্ত। এই যোগ শেষ হলেই শুরু হবে সিদ্ধ যোগ। বসন্তপঞ্চমীর দিন সর্বাথ সিদ্ধযোগ শুরু হবে বসন্ত পঞ্চমীর দিন সন্ধ্যে ৬ টা ৫৭ মিনিটে। তা চলবে পরের দিন সকাল ৭ টা ১২ মিনিট পর্যন্ত। এই যোগকে সমস্ত কাজ সফল হওয়ার সময়কাল বলে মনে করা হয়। রবি যোগও শুরু হবে বসন্ত পঞ্চমীর দিন সন্ধ্যে ৬ টা ৫৭ মিনিটে। (এই প্রচলিত মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।) (ছবি সৌজন্যে, ফেসবুক Susmita Sarker)