শনিবার ১১ মার্চ একাধিক রাশি লাভবান হতে চলেছে। বজরংবলি ও শনিদেবের কৃপায় তাঁরা বিভিন্নভাবে লাভের মুখ দেখতে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির ভাগ্য শনিবার খুলতে চলেছে।
1/5হিন্দুশাস্ত্র মতে শনিবার দিনটিকে বিশেষভাবে মান্যতা দেওয়া হয়। এমন দিনে অনেকেই বিশেষ কৃপা ধন্য হন শনিদেব ও বজরংবলির। ১১ মার্চ ২০২৩ এর রাশিফল বলছে, এমন বিশেষ দিনে একাধিক রাশির জাতক জাতিকারা বিশেষভাবে দেবতার কৃপাধন্য হবেন। দেখে নেওয়া যাক কোন কোন রাশি ১১ মার্চ শনিদেব ও বজরংবলির কৃপা পেতে চলেছে।
2/5মেষ-আটকে থাকা কাজ সম্পন্ন হবে। কোনও থমকে যাওয়া টাকার প্রবাহ এবার আপনার কাছে আসবে। কোনও সুসংবাদ পেতে পারেন। পরিবারের সকলের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। মান সম্মান বাড়বে। অফিসাররা খুশি হবেন আপনার কাজে।
3/5মিথুন- এই দিনটিতে সাফল্য পাবেন সব কাজে। উচ্চ স্তরের অফিসারদের কাছ থেকে পাবেন প্রশংসা। আপনার বন্ধুরা করবেন সহযোগিতা। ভালো লোকজনদের সহযোগিতা পাবেন। মানসিক শান্তি থাকবে। আপনার কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে।
4/5সিংহ- আচমকা কোনও লাভ পেতে পারেন। কোনও শুভ কাজে টাকা খরচ করতে পারেন। পারিবারিক সুখ সুবিধা পেতে পারেন। পড়ুয়ারা খেলার দিক থেকে কোনও ভালো লাভ পেতে পারেন। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হতে পারে। পরিবারের সঙ্গে আপনার আবদ্ধতা বাড়বে।
5/5তুলা- ১১ মার্চ শনিবার খুব ভালো কাটবে তুলা রাশির জাতক জাতিকাদের। পারিবারিক সুখ সুবিধা পেতে থাকবেন। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাফল্য পাবেন বহু পরীক্ষার্থী। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। সম্পত্তি সংক্রান্ত কোনও ক্রয় বিক্রয়ে পাবেন সাফল্য। কেনা ও বিক্রির ক্ষেত্রে লাভ হতে পারে আপনাদের। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর, এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)