জ্যোতিষশাস্ত্রে, শনিকে একটি বিশেষ এবং প্রভাবশালী গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। শনিকে ন্যায় ও কর্মের গ্রহ হিসেবে বিবেচনা করা হয়েছে। শনিদেব মানুষের কৃতকর্মের ভিত্তিতে শুভ বা অশুভ ফল দেন। যখন কোনও ব্যক্তির কুণ্ডলীতে শনি অশুভ থাকে। তখন তার জীবনে নানা ধরনের সমস্যা আসে। কোনও ব্যক্তির কুণ্ডলীতে যদি শনি শুভ অবস্থানে থাকে তাহলে সেই ব্যক্তি সুখ ও সম্পদ লাভ করেন।
জ্যোতিষশাস্ত্রে শনির দৃষ্টিকে খুবই অশুভ মনে করা হয়। এমন পরিস্থিতিতে কিছু কাজ করা থেকে বিরত থাকা উচিত, তা না হলে শনিদেব ক্রুদ্ধ হন। বাস্তুতে পশ্চিম দিকের অধিপতি হলেন শনি। আসুন জেনে নিই বাস্তুশাস্ত্রে শনি সংক্রান্ত কিছু নিয়ম।
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল ফটক পশ্চিম দিকে থাকলে নেতিবাচকতা বাড়ে। জায়গার সমস্যার জন্য বাড়ির মূল দরজা পশ্চিম দিকে রাখতে হচ্ছে এমন অবস্থায় বাড়ির প্রধান দরজার দুই পাশে ঘন গাছ লাগাতে হবে।
বাড়ির পশ্চিম পাশে আবর্জনা ও ময়লা রাখবেন না। এতে শনিদেব ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র্য আসে।
বাড়ির পশ্চিম দিক খোলা থাকতে হবে। যে ঘরগুলোতে পশ্চিম দিক বন্ধ থাকে। ওই বাড়িতে থাকা সদস্যরা মানসিক চাপে থাকেন।
বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘর কখনই পশ্চিম দিকে হওয়া উচিত নয়। এমন বাড়িতে আর্থিক দূরাবস্থা ও কলহ লেগেই থাকে।
স্বামী-স্ত্রীর ঘর পশ্চিম দিকে থাকলে তাদের মধ্যে উত্তেজনা বাড়ে।