Saturn Rise before Dol Purnima 2023: আগামিকাল (৬ মার্চ, সোমবার) শনি উদিত হতে চলেছেন। যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচনা করা হয়। ওই ঘটনার ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5মঙ্গলবার (৭ মার্চ) দোল পড়েছে। দোলের ঠিক আগেই জ্যোতিষশাস্ত্রে বড় পরিবর্তন হতে চলেছে। সোমবার কুম্ভ রাশিতে উদিত হবেন শনিদেব। আপতত নিজের রাশিতেই অস্ত আছেন। কয়েক ঘণ্টা পরেই সেই অবস্থান পরিবর্তনের ফলে একাধিক রাশির জাতকদের ভাগ্যোদয় হবে।
2/5মেষ রাশি- ন্যায়ফলদাতা শনি উদিত হওয়ার ফলে মেষ রাশির জাতকদের চাকরিতে উন্নতি হবে। মায়ের থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে। কাজের প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে মেষ রাশির জাতকদের। গবেষণা সংক্রান্ত কাজ থেকে অর্থলাভ করবেন। কোনও বন্ধুর আগমন হতে পারে। পরিবারের সঙ্গে কোথাও যেতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5মিথুন রাশি- শনি উদিত হওয়ার ফলে মিথুন রাশির জাতকদের জীবনে সাফল্য আসবে। চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা থাকায় বেতন বৃদ্ধির পথ প্রশস্ত হবে। পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
4/5ধনু রাশি- শনি উদিত হওয়ার ফলে ধনু রাশির জাতকদের চাকরিতে উন্নতি হবে। এমনিতেই গত ১৭ জানুয়ারিতে কুম্ভ রাশিতে শনির প্রবেশের ফলে ধনু রাশির জাতকদের উপর থেকে শনির সাড়েসাতির প্রভাব কেটে গিয়েছে। আয় বাড়বে ধনু রাশির জাতকদের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ধনু রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
5/5কুম্ভ রাশি- কুম্ভ রাশিতে শনি উদিত হওয়ার ফলে কুম্ভ রাশির জাতকরা লাভবান হবেন। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন কুম্ভ রাশির জাতকরা। ভাইয়ের সহযোগিতা লাভ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। চাকরির জন্য অন্যত্র কোথাও যেতে পারেন।