মকর থেকে কুম্ভ রাশিতে কৃষ্ণা ত্রয়োদশীতে গোচর করেছেন শনিদেব। ২৮ এপ্রিল এই গোচরের ঘটনা ঘটে যায়। তারপর থেকে এর প্রভাব একাধিক রাশিতে পড়তে শুরু করেছে। মনে করা হচ্ছে এই গোচরে শনিদেব ব্যপক প্রভাব দান করবেন। ফলে একাধিক রাশিতে এর প্রভাব বিস্তার লাভ করবে। জ্যোতিষ মতে বলা হচ্ছে, শনির গোচরে ফল পেতে চলেছেন দুই বিশেষ রাশির জাতক জাতিকারা। মকর ও কুম্ভে এই রাশির ব্যপক প্রভাব পড়তে চলেছে। একনজরে দেখা যাক এই দুই রাশিতে কী কী ঘটতে চলেছে।
ধনু
ধনু লগ্ন বা ধনু রাশি যাঁদের ,তাঁদের মিশ্র প্রভাব দিতে চলেছে শনির গোচর। এই সময় এমন রাশির জাতকদের সাহসিকতার প্রশংসা হবে। সমাজে বাড়বে মান, প্রতিষ্ঠা। রাজনীতি থেকে সেলসের ব্যবসায় যাঁরা রয়েছেন তাঁরা ভাল ফল পাবেন। ঋণের সঙ্গে যাঁরা জড়িত বা প্রাইভেট সেক্টরে রয়েছেন যাঁরা তাঁরা খুবই লাভবান হবেন এই সময়। ভাই বা বন্ধুদের সহায়তা পাবেন এই সময়। একজন বন্ধুর সহায়তা পাবেন এই সময়। তবে স্বাস্থ্য চিন্তায় রাখবে। যাঁরা শিক্ষকতার সঙ্গে জড়িত তাঁদের মধ্যে ঝগড়ার সম্ভাবনা দেখা দেবে। সরকারি কর্মীদের সঙ্গে উর্ধ্বতনদের বিবাদ হতে পারে। এই সময় আচমকা বাড়তে আরম্ভ করবে খরচা। কোনও তীর্থ ক্ষেত্রে যাওয়ার সময় বাড়তে পারে খরচা। এই সময় চোখের সমস্যা দেখা দিতে পারে। দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে এই সময়।
মকর
মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনির এই গোচর খুবই গুরুত্বপূর্ণ। পারিবিরাকি কাজে এই সময় তীব্রতার সঙ্গে এগিয়ে যাবেন আপনারা। আইনজীবী ও অধ্যায়নের সঙ্গে জড়িত এই রাশির জাতক জাতিকাদের প্রভূত লাভ হতে চলেছে। এই সময় স্বাস্থ্য খারাপ থাকবে। সর্দি, কাশি, এলার্জি, চমকে ওঠার মতো বিভিন্ন ধরনের বিষয় এই সময় আপনাকে ব্যতিব্যস্ত করে রাখবে। এই সময় বাড়ি থেকে দূরে যাওয়ারও যোগ তৈরি হবে। এছাড়াও ঝগড়াঝাটি লেগে থাকতে পারে এই সময়। এছাড়াও ধনলাভের ক্ষেত্রে বা ব্যবসায়ে ব্যাপক উন্নতি হবে এই সময়।