বর্তমানে মকর রাশিতে বিরাজমান শনি ২৯ এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশ করবে। মকর ও কুম্ভ রাশির অধিপতি কর্মফলদাতা শনি। ২৯ এপ্রিল মকর রাশির যাত্রা শেষ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। ৩০ বছর পর শনির কুম্ভে প্রবেশের ফলে কিছু রাশির উপর শনির সাড়েসাতি শুরু হবে আবার কিছু রাশি শনির আড়াইয়ের প্রভাবে আসবে। তবে কিছু এমন রাশিও আছে, যারা শনির রাশি পরিবর্তনের ফলে লাভবান হবেন। কোন কোন রাশি জেনে নিন—
মেষ- এই রাশির জাতকদের কোষ্ঠিতে শনির রাজযোগ নির্মিত হচ্ছে। এর ফলে রাজক্ষমতা লাভের সম্ভাবনা রয়েছে। নির্বাচনে জয়ী হতে পারেন। রাজনীতিতে বড়সড় কোনও পদও লাভ করতে পারেন এই রাশির জাতকরা।
আরও পড়ুন: দৈনিক প্রেম রাশিফল: সঙ্গীর সঙ্গে ঘুরতে যাবেন, উপহার পাবেন এই রাশির জাতকরা
বৃষ- এই রাশির গোচর কোষ্ঠিতেও রাজযোগ নির্মিত হতে চলেছে। ব্যবসার জন্য সময় খুব ভালো। ভাগ্যের সঙ্গ লাভ করবেন। যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য লাভ করবেন বৃষ রাশির জাতকরা।
কর্কট- কর্কট জাতকদের কোষ্ঠিতেও কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি হবে। অংশীদারীর কাজে ভালো ফলাফল লাভ করবেন। রাজনীতিতেও সাফল্য লাভ করবেন কর্কট রাশির জাতকরা।
তুলা- এই রাশির কোষ্ঠির কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি হবে। এ সময় আর্থিক পরিস্থিতি উন্নত হবে। সমস্ত কাজে ভালো ফলাফল লাভ করবেন এই রাশির জাতকরা।
ধনু- ব্যবসায় ধন লাভ করবেন। বাণীর প্রভাবে অর্থ লাভের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। লগ্নির জন্য সময় খুব ভালো।
মকর- রাজক্ষমতা লাভ করতে চলেছে মকর রাশির জাতকরা। নির্বাচনে জয়ী হতে পারেন। মন্ত্রিত্ব বা কোনও গুরুত্বপূর্ণ পদ লাভ সম্ভব।
আরও পড়ুন: নতুন করে প্রেমে হাবুডুবু খেতে পারেন অনেকেই ! শুক্র গোচরে প্রেমজীবনের রাশিফল কী বলছে?
কুম্ভ- এই রাশির জাতকদের অর্থ লাভের পথ প্রশস্ত করে দেবে শনি। ভাগ্যের সঙ্গ পাবেন ও কর্মক্ষেত্রে প্রশংলা লাভ করবেন।
মীন- শনির প্রভাবে এই রাশির জাতকদের আয় বৃদ্ধি হবে। তবে অপব্যয় নিয়ন্ত্রণে রাখুন।