Saturn Uday 2023 Astrology: জ্যোতিষশাস্ত্রে শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। যে গ্রহ শীঘ্রই উদিত হতে চলেছেন। কুম্ভ রাশিতেই উদিত হবেন শনিদেব। যে গ্রহে গত ১৭ জানুয়ারি প্রবেশ করেছেন। কোন কোন রাশির জাতকদের দারুণ কাটবে, তা দেখে নিন -
1/7আগামী ৬ মার্চ শনি উদিত হতে চলেছে। আপাতত কুম্ভ রাশিতে অস্ত অবস্থায় আছেন শনিদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিদেব উদিত হওয়ার ফলে কয়েকটি রাশির জাতকদের ৩০ দিন দুর্দান্ত কাটবে।
2/7মেষ রাশি- শনি উদিত হওয়ার ফলে মেষ রাশির জাতকরা লাভবান হবেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হবে। বিদেশ সংক্রান্ত কোনও কাজ করলে তাতে সাফল্য লাভ করবেন মেষ রাশির জাতকরা। জীবনে কোনও সমস্যা থাকলে তা কেটে যাবে। কেরিয়ারে উন্নতির নয়া সুযোগ মিলবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/7বৃষ রাশি- শনি উদয় হওয়ার ফলে বৃষ রাশির জাতকরা ইতিবাচক ফল পাবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে অনুকূল ফল মিলবে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। কোনও শুভ খবর লাভ করবেন বৃষ রাশির জাতকরা। বাবার সহযোগিতা লাভ করবেন।
4/7মিথুন রাশি- শনি যেদিন উদিত হবেন, তার পরবর্তী ৩০ দিন মিথুন রাশির জাতকদের দারুণ কাটবে। পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে যে সমস্যা চলছে, তা থেকে মুক্তি পাবেন। মিথুন রাশির জাতকদের স্বাস্থ্যের উন্নতি হবে।
5/7তুলা রাশি- শনিদেবের আশীর্বাদ লাভ করবেন তুলা রাশির জাতকরা। শনি উদিত হওয়ার ফলে বিনিয়োগ করলে লাভবান হবেন। বিনিয়োগের জন্য অনুকূল সময় এটা। আদালতের বিষয়ে কোনও ইতিবাচক ফলাফল মিলতে পারে। কেরিয়ারে উন্নতি মিলবে।
6/7বৃশ্চিক রাশি- আপাতত বৃশ্চিক রাশির জাতকদের উপর শনির ঢাইয়া চলছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি উদিত হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতকদের সব সমস্যা কেটে যাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। কোনও নয়া কাজ শুরু করতে পারেন।
7/7কুম্ভ রাশি- শনি উদিত হওয়ার ফলে কুম্ভ রাশির জাতকদের আটকে থাকা কাজ পূর্ণ হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল মিলবে। আর্থিক অবস্থা মজবুত হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন।