বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি নিশ্চিত সময় পর পর গ্রহরা নিজের রাশি পরিবর্তন করেন। তার প্রভাব সমস্ত রাশিতে পড়তে আরম্ভ করবে। উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি হতে চলেছে ষড়াষ্টক যোগ। সেদিন ৮ ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯ টা ৪২ মিনিটে মঙ্গল আর বুধ একে অপরের অষ্টম আর ষষ্ঠ স্থানে অবস্থিত হবে। ফলে একে অপরের সঙ্গে ১৫০ ডিগ্রি কোণ করে অবস্থান করবেন। তাতে তৈরি হবে ষড়াষ্টক যোগ। দেখা যাক, তাতে লাভ কাদের।
কর্কট
পার্টনারের সঙ্গে সময় ভালো কাটবে। তার মাধ্যমে আপনি বহু লাভ পাবেন। পার্টনারশিপে করা ব্যবসায় দারুন লাভ হবে। বিদেশি কোনও সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। আপনি যে কাজ করবেন, তাতে পরিশ্রম আর প্রয়াসে সাফল্য পেতে পারেন। চাকরি বদলের কথা যদি ভাবেন, তাহলে এই সময় ভালো লাভ পেতে পারেন। ব্যবসাতেও তুলকালাম লাভ হতে পারে। আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হবে, লাইফস্টাইলও ইতিবাচক দিকে যাবে।
সিংহ
ষড়াষ্টক যোগ খুবই লাভদায়ী হবে। এই সময় জাতক জাতিকাদের ভাগ্যের সম্পূর্ণ সমর্থন মিলবে। আপনার ঝোঁক আধ্যাত্মের প্রতি বাড়তে পারে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সম্পূর্ণ সহযোগিতা পেতে পারেন। তাতে সাফল্য আসতে পারে। ব্যবসায় আপনার দ্বারা তৈরি করা রণনীতি খুবই কার্যকরী প্রমাণিত হতে পারে। এই সময় আপনার ভালো মুনাফা হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। রোজগারের নতুন নতুন রাস্তা তৈরি হতে পরে। সঞ্চয় বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। প্রেম জীবনের দিক থেকেও কোনও সুখবর পেতে পারেন।
মকর
মঙ্গল আর বুধের ষড়াষ্টক যোগ মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুবই লাভদায়ক হতে পারে। সুখ সমৃদ্ধিরও প্রাপ্তি হতে পারে এই সময়। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে পারে। কোনও কাজে সাফল্য পেতে পারেন। প্রতিযোগিতা পরীক্ষার জন্য প্রস্তুতি যাঁরা নিচ্ছেন, তাঁরা পেতে পারেন লাভ। ব্যবসাতেও সাফল্য আসতে পারে। কোথাও থেকে অপ্রত্যাশিত টাকাও আসতে পারে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)