জ্যোতিষশাস্ত্রমতে ফেব্রুয়ারি মাসে গ্রহ নক্ষত্রদের মধ্যে একাধিক বদলের পরিস্থিতি আসছে। বহু গ্রহই এই মাসে রাশি কিম্বা নক্ষত্র পরিবর্তন করছে। তারফলে প্রভাব ১২ রাশিতে পড়ছে। এদিকে, কোনও রাশির জাতক জাতিকার উপর গ্রহদের দৃষ্টি পড়ছে আবার কারোর ওপর যুতির প্রভাব পড়ছে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা প্রভাবিত হচ্ছে। এদিকে, বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে জাতক জাতিকাদের উপর বুধ আর শনির প্রভাব যথেষ্ট। আর এই বুধদেব আর শনি এবার তৈরি করতে চলেছে শুভ যোগ। দ্বিদ্বাদশী নামের এই যোগ বহু রাশির জীবনে শুভ প্রভাব ফেলতে পারে বলে জ্যোতিষ গণনার দাবি। দেখা যাক, লাকি কারা।
বৃষ
এই রাশির জাতক জাতিকাদের জীবনে খুশি, আনন্দ ভরপুর থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। ধন সম্পত্তিতে ঘর পরিপূর্ণ থাকবে। হঠাৎ করে হাতে টাকা এসে যেতে পারে। আসতে পারে বাড়ি, গাড়ি সম্পত্তির সুখ। এমনই মত জ্যোতিষ গণনার। চাকরি নিয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। যার প্রভাব আপনার কেরিয়ারে ভবিষ্যতে অনেকটাই পড়তে পারে। টাকা সঞ্চয় করতে সক্ষম হতে পারেন। ফলে টাকার অঙ্ক সঞ্চয়ের দিক থেকে বাড়তে পারে। আমদানির অঙ্কও কম হবে না। স্বাস্থ্য ভালোর দিকে থাকতে পারে। আপনার সন্তানের কিছু প্রাপ্তি নিয়ে আপনি দারুন খুশি থাকবেন।
কুম্ভ
কুম্ভ রাশির জন্য এই দ্বিদ্বাদশী রাজযোগ খুবই উপকারি হবে। এই রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্রে খুবই লাভ পাবেন। কর্মক্ষেত্রে এই সময় দারুন মান সম্মান আসতে পারে। পদ প্রতিষ্ঠায় বাড়বাড়ন্ত হতে পারে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। কেরিয়ারে উন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ তৈরি হতে পারে। ছাত্রদের জন্য এই সময়কাল ভালো যেতে পারে বলে জ্যোতিষ গণনার দাবি। প্রতিযোগিতা পরীক্ষার প্রস্তুতি যাঁরা করছেন, তাঁরা খুব লাভ পেতে পারেন। কোথাও যাত্রা করতে পারেন।
মীন
বুধ একাদশ ও শনি দ্বাদশভাবে বিরাজমান রয়েছেন। এরফলে ভৌতিক সুখ প্রাপ্তি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হলেও হতে পারে। জনপ্রিয়তায় এই সময় ভরপুর থাকতে পারেন। হু হু করে বাড়তে পারে মান সম্মান। ব্যবসায় নতুন কোনও ডিল পেতে পারেন। নতুন প্রজেক্টও হাতে আসতে পারে। জীবনে নানান রকমের খুশি আনন্দ আসবে। পরিবারে সকলের সঙ্গে ভালো সময় কাটবে। চাকরিরতদের জন্য এই সময়কাল ভালো হবে।
কবে থেকে শুভ সময় শুরু হতে পারে?
বর্তমানে শনি কুম্ভে রয়েছেন। আর বুধ রয়েছেন মকরে। ৮ ফেব্রুয়ারি সকাল ৩ টে ২৫ মিনিটে শনি আর বুধ একে অপরের সঙ্গে ৩০ ডিগ্রিতে অবস্থান করবেন। তৈরি হবে দ্বিদ্বাদশী যোগ। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)