বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে শনিদেব আর রাহুর গুরুত্ব জাতক জাতিকা ও সমাজ জীবনে পড়তে থাকে। বর্তমানে মীন রাশিতে সঞ্চরণ করছেন রাহু। আর আসন্ন ২৯ মার্চ এই মীন রাশিতে শনিদেবও প্রবেশ করে যাবেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা নানান দিক থেকে লাভের মুখ দেখতে পারেন। এই দুই গ্রহের যুতিতে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন। কারা সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন, দেখা যাক।
মিথুন
রাহু আর শনিগ্রহের সংযোগ আপনাদের জন্য খুবই লাভদায়ক। এই যুতি আপনার রাশিতে কর্মভাবে তৈরি হয়। আপনার কাজের দিক থেকে উন্নতির রাস্তা প্রশস্ত হবে। চাকরিরতদের প্রমোশনের যোগ তৈরি হবে। চাকরিতে প্রমোশন আর বেতন বৃদ্ধির যোগ তৈরি হবে। শিক্ষা আর কেরিয়ারের দিক থেকে উন্নতির রাস্তা তৈরি হবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায়ীদের ভালো ধনসম্পত্তির রাস্তা তৈরি হবে। ব্যবসায়ীদের ব্যবসা প্রসারতা লাভ করতে পারে। ফলে সময় ভালো কাটবে।
কর্কট
আপনাদের জন্য শনি আর রাহুর যুতি বেশ লাভদায়ক হতে পারে। এই যুতি আপনার গোচর কুণ্ডলীতে ভাগ্যস্থানে তৈরি হবে। সব কাজে ভাগ্যের সহযোগিতা পেতে পারেন। দেশ বিদেশে যাতায়াত করতে পারেন। নিজের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা থাকলে, তা লাভ দিতে পারে। নতুন কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে, যা লাভ দেবে। সামাজিক সম্পর্কগুলি আরো ভালোর দিকে যাবে। বিবাদ সমাধানের জন্য এই সময় সেরা সময়।
বৃষ
আপনাদের জন্য শনি আর রাহুর সংযোগ বেশ লাভদায়ী হবে। আপনার আয়ে এই সময় তুমুল বৃদ্ধি হতে পারে। ব্যবসা কলেবরে বাড়িয়ে নেওয়ার ভালো সুযোগ রয়েছে এই সময়। এই সময় আয়ের রাস্তা আরও বাড়বে। দীর্ঘ দিন ধরে কাউকে ঋণ দিলে, তা এবার ফেরত পাবেন। সামাজিক প্রতিষ্ঠা বাড়বে। চাকরিতে পদোন্নতি আর সম্মান বাড়বে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই কর্নি হিন্দুস্তান টাইমস বাংলা।)