জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলি একটি নিশ্চিত সময় অন্তর অন্ত নিজের অবস্থান পাল্টে ফেলে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পান। আবার বহু রাশিতে এর কুপ্রভাবও পড়ে। এদিকে, জ্যোতিষ গণনা অনুসারে খুব শিগগিরই দেখা হতে চলেছে রাহু ও শনির। বর্তমানে ছায়াগ্রহ রাহু রয়েছেন মীন রাশিতে, শনি মীন রাশিতে প্রবেশ করবেন। তারফলে বহু রাশিতে সুপ্রভাব পড়তে পারে। আসতে পারে ধন সম্পত্তি। কারা লাকি হতে পারে, দেখে নিন।
কুম্ভ
এই যুতি আপনার রাশির ধনভাবে হবে। এই সময় আপনি সময়ে সময়ে আকস্মিক ধনলাভের সুযোগ পাবেন। আপনার কথায় বার্তায় অনেকেই প্রভাবিত হবেন। তাতে অনেকেই ইমপ্রেস হয়ে যাবেন। আপনার প্রতি অনেকেই আকৃষ্ট হবেন। বিবাহিতদের বৈবাহিক জীবনে আসবে সুখ। প্রেম সম্পর্কিত কোনও সম্পর্ক থাকলে তা মজবুত হবে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে।
ধনু
এই সংযোগ আপনার রাশিতে চতুর্থভাবে হবে। আপনি সমস্ত বিলাসী সুখের অধিকারী হতে পারবেন। এই সময় বাড়ি, গাড়ি কেনার সুযোগ আসতে পারে। ব্যবসাতেও নতুন ক্লায়েন্ট আসতে পারেন। কোনও বড় প্রজেক্টের অংশ হতে পারেন। সম্পত্তি, ব্যবসা, জমি সম্পর্কিত কাজ হলে, তা থেকে পেতে পারেন লাভ। মায়ের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।
( Industry in West Bengal: নামি ‘দামি’ সংস্থার উপস্থিতি বাড়ছে রাজ্যে! রিপোর্ট ঘিরে আশার আলো)
মিথুন
এই যুতি আপনাদের জন্য কেরিয়ার ও ব্যবসার দিক থেকে খুবই লাকি প্রমাণিত হতে পারে। এই যুতি আপনার রাশিতে কর্মস্থানে হবে। এই সময় আপনি ব্যাপক সাফল্য পেতে পারেন। এই সময় পদোন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে পরিবর্তন আপনার সপক্ষে যাবে। চাকরিতে হতে পারে বদল। চাকরিতে আমদানি ভালোর দিকে যাবে। এই সময় আপনার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে।
কবে রয়েছে এই যুতি?
এই যুতি রয়েছে ২৯ মার্চ। তার আগে থেকেই মীন রাশিতে রাহুর অবস্থান থাকবে। আর ২৯ মার্চ, অর্থাৎ হোলির পর সেখানে প্রবেশ করবেন শনি। তারফলে তৈরি হওয়া যুতির জেরে বহু রাশিতে পড়বে প্রভাব। দেখা যাক, লাকি কারা।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )