Shani and Shukra Yuti Horoscope 2023: জ্যোতিষশাস্ত্রে শনি ও শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। যে গ্রহ দুটি আপাতত মকর রাশিতে অবস্থান করছেন। ৩০ বছর পর মকর রাশিতে শনি ও শুক্রের যুতি তৈরি হয়েছে। কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5৩০ বছর পর শনি এবং শুক্রের যুতি তৈরি হয়েছে। মকর রাশিতে তৈরি হয়েছে সেই যুতি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি এবং শুক্রের যুতির ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। তাঁদের জীবনে বড়সড় পরিবর্তন আসবে। সমাজে বাড়বে মান-সম্মান। ওই রাশির জাতকদের অর্থের কোনও অভাব হবে না।
2/5কর্কট রাশি- শনি এবং শুক্রের যুতির ফলে কর্কট রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পেশাদারি জীবনে অগ্রগতি হবে। অর্থাৎ চাকরি, ব্যবসায় উন্নতির যোগ আছে। যাঁরা নয়া কাজ শুরু করতে চায়, তাঁদের জন্য এটা ভালো সময়। পারিবারিক জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5কন্যা রাশি- শুক্র এবং শনির যুতির ফলে কন্যা রাশির জাতকদের জীবনে শুভ সময় শুরু হবে। কন্যা রাশির যে স্থানে যুতি তৈরি হয়েছে, তাতে অর্থলাভের পথ প্রশস্ত হচ্ছে। স্বভাবতই আর্থিক অবস্থার উন্নতির হবে। যে টাকা ধার দিয়েছিলেন, তা ফেরত পাবেন। মান-সম্মান বাড়বে।
4/5মকর রাশি- মকর রাশিতেই শনি এবং শুক্র গ্রহের যুতি তৈরি হতে চলেছে। যা ওই রাশির জাতকদের অনুকূল ফল নিয়ে আসবে। আর্থিক দিক থেকে মকর রাশির জাতকদের লাভ হবে। যাঁরা বিনিয়োগ করেছেন, তাঁরা সুখবর পেতে পারেন। পারিবারিক জীবনে বাড়বে সুখ-সমৃদ্ধি। জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।
5/5মীন রাশি- কর্মফলদাতা শনি এবং বৈভবের কারক গ্রহ শুক্রের যুতির ফলে মীন রাশির জাতকরা লাভবান হবেন। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন মীন রাশির জাতকরা। ওই রাশির জাতকরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। হাতে টাকা আসবে।