সদ্য অস্ত গিয়েছেন শনিদেব। ৩০ জানুয়ারি তিনি অস্ত গিয়েছেন। এরপর ৫ মার্চ তিনি উদয় হবেন। হোলির আগেই শনিদেবের উদয় রয়েছে। তবে ফেব্রুয়ারি জুড়ে তিনি একাধিক রাশির জাতক জাতিকাদের ওপর শনির গতিবিধির সুফল আসতে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এই গতিবিধির জেরে সুফল পেতে চলেছে।
1/5জ্যোতিষশাস্ত্র মতে আলাদা করে ফেব্রুয়ারি মাসে একাধিক রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন। শনির দেবের কৃপায় বহু রাশি দেখতে চলেছে সুখের মুখ। শুধু ফেব্রুয়ারিই নয়, মার্চের প্রথম ৫ দিনেও এই সমস্ত রাশি বিভিন্ন দিক থেকে হতে চলেছে লাভবান। দেখে নেওয়া যাক শুভ সময় শুরু হয়েছে কখন থেকে।
2/5উল্লেখ্য, সদ্য অস্ত গিয়েছেন শনিদেব। ৩০ জানুয়ারি তিনি অস্ত গিয়েছেন। এরপর ৫ মার্চ তিনি উদয় হবেন। হোলির আগেই শনিদেবের উদয় রয়েছে। তবে ফেব্রুয়ারি জুড়ে তিনি একাধিক রাশির জাতক জাতিকাদের ওপর শনির গতিবিধির সুফল আসতে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এই গতিবিধির জেরে সুফল পেতে চলেছে।
3/5মিথুন- যে কাজে হাত দেবেন, তাতেই পাবেন সৌভাগ্যের ছোঁয়া। স্বাস্থ্য আগের থেকে ভালো কাটতে চলেছে। ধর্ম ও কর্মে রুচি আসতে পারে। পরিশ্রম বেশি করতে হতে পারে, তবে সাফল্য ও ফল সম্পূর্ণ পাবেন। যেতে পারেন কোনও তীর্থে।
4/5মীন- এই সময়ে হতে পারে ধন সম্পত্তির প্রাপ্তি। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো থাকবে। অর্থের জোয়ার আসতেই থাকবে। তবে বিভিন্ন ধরনের বিবাদ থেকে রেহাই পেতে পারেন এই সময়ে। কথায় বার্তায় সংযম ধরে রাখুন। শনিদেবের অস্ত হওয়া আপনার জন্য অনুকূল হতে পারে।
5/5মীন- এই গোচর আপনার জন্য খুবই অনুকূল প্রমাণিত হতে পারে। কোনও ঝুট ঝামেলা থেকে পেতে পারেন মুক্তি। কোর্ট কাচারির ঝামেলা থেকে রেহাই পেতে পারেন। মানসিক শান্তি পাবেন, সব কাজে সাফল্য পাবেন। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।) (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)