Shani Blessings Luck Horoscope 2023: ১৩ দিনের মধ্যে দু'বার অবস্থান পরিবর্তন হতে চলেছে শনির। তার ফলে একাধিক রাশির জাতকদের ভাগ্যোদয় হতে চলেছে। প্রবল ধনপ্রাপ্তির যোগ তৈরি হবে ওই রাশির জাতকদের। কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5আগামী ১৭ জানুয়ারি (মঙ্গলবার) শনির গোচর হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তিন দশক পরে নিজের রাশিতেই শনি প্রবেশ করবেন। তারইমধ্যে আগামী ৩০ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত শনি অস্ত থাকবেন। অর্থাৎ ১৫ দিনের ব্যবধানে দু'বার শনির অবস্থান পরিবর্তন হবে।
2/5মিথুন রাশি- ১৫ দিনের ব্যবধানে শনির দু'বার অবস্থান পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতকরা লাভবান হবেন। তাঁদের জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। কেরিয়ারের দিক থেকে উন্নতি হবে। শনির আশীর্বাদে দাম্পত্য জীবন সুখকর হতে চলেছে।
3/5সিংহ রাশি- শনির দু'বার অবস্থান পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন। চাকরিতে উন্নতি হবে। পদোন্নতির পথ প্রশস্ত হতে চলেছে। সমাজে মান-সম্মান বাড়বে সিংহ রাশির জাতকরা। যাঁরা নয়া কাজ শুরুর পরিকল্পনা করছেন, তাঁদের সময় ভালো কাটবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5তুলা রাশি- শনির গোচরের ফলে তুলা রাশির জাতকরা লাভবান হবেন। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। শনির ঢাইয়া থেকে মুক্তি পাওয়ায় আর্থিক দিক থেকে লাভবান হবেন তুলা রাশির জাতকরা। শিক্ষার দিক থেকে শুভ ফল মিলবে। সার্বিকভাবে কেরিয়ারেরে নিরিখে অনুকূল সময় শুরু হব। যে তুলা রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার বহর বাড়বে।
5/5মকর রাশি- মকর রাশির উপর শনির রাশি পরিবর্তনের শুভ প্রভাব পড়বে। চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে। চাকরিতে লাভবান হবেন মকর রাশির জাতকরা। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফেরত পাবেন। ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে। সম্পত্তি কিনতে পারেন। যারা পড়াশোনা করে, তাদের সময় ভালো কাটবে।