Shani Blessings on Maha Shivaratri 2023: আগামী শনিবার মহাশিবরাত্রি পড়েছে। সেদিনই আবার কুম্ভ রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেই দুর্লভ যোগের কারণে মহাশিবরাত্রিতে কয়েকটি রাশির জাতকদের উপর শনিদেবের অসীম কৃপা থাকবে।
1/5এবার মহাশিবরাত্রির সময় কুম্ভ রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। ইতিমধ্যে কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনি এবং সূর্য। আগামী ১৮ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবেন চন্দ্র। যেদিন মহাশিবরাত্রি পড়েছে। কুম্ভ রাশিতে সেই দুর্লভ ত্রিগ্রহী যোগের কারণে মহাশিবরাত্রিতে কয়েকটি রাশির জাতকদের উপর শনির কৃৃপা থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/5মেষ রাশি- ত্রিগ্রহী যোগ তৈরি হওয়ার ফলে মেষ রাশির জাতকদের উপর মহাদেবের বিশেষ কৃপা থাকবে। দীর্ঘদিন আপনার কোনও পরিকল্পনা যদি বারবার বাধা পেতে থাকে, তাহলে এবার তা পূরণ হবে। আপনার মনোবাঞ্চা পূরণ হবে।
3/5বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকরা শিবের কৃপা লাভ করবেন। বৃশ্চিক রাশির অধিপতি হলেন মঙ্গল। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গলের কৃপায় মানসিক শান্তি লাভ করবেন বৃশ্চিক রাশির জাতকরা। আপনার মধ্যে বাড়তি উদ্যমের সঞ্চার হবে।
4/5মকর রাশি- মকর রাশির অধিপতি হলেন শনি। মকর রাশির জাতকরা ত্রিগ্রহী যোগের কারণে লাভবান হবেন। আপনি যদি কোনও ব্যবসা করেন, তাঁরা মুনাফা লাভ করবেন। পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বাড়বে। শীঘ্রই কোনও শুভ খবর লাভ করতে পারেন মকর রাশির জাতকরা।
5/5কুম্ভ রাশি- শনির নিজস্ব রাশি হল কুম্ভ রাশি। আপাতত কুম্ভ রাশিতেই শনি অবস্থান করছেন এবং কুম্ভ রাশিতেই ত্রিগ্রহী যোগ তৈরি হবে। যে কুম্ভ রাশির জাতকরা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁরা সুখবর লাভ করবেন। আর্থিক অবস্থা ভালো হবে। বিয়ের কোনও বাধা থাকলে কেটে যাবে।