Shani Blessings Zodiacs 2023: দোলের ঠিক আগে উদিত হয়েছেন কর্মফলদাতা এবং ন্যায়ফলদাতা শনিদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চারটি রাশির জাতকদের উপর এখন শনির বিশেষ আশীর্বাদ আছে। যা ওই রাশির জাতকদের জীবনে দারুণ করে তুলবে। কাদের কাদের ভাগ্য এরকম হবে, তা দেখে নিন -
1/5গত ৬ মার্চ কুম্ভ রাশিতে উদিত হয়েছেন শনি। কর্মফলদাতা শনিদেবে উদিত হওয়ার ফলে চারটি রাশির জাতকরা অত্যন্ত লাভবান হতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চারটি রাশির জাতকরা আর্থিক দিক থেকে সুখবর পাবেন। চাকরিতে উন্নতি হবে। জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
2/5বৃষ রাশি- শনি উদিত হওয়ার ফলে বৃষ রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। ভাগ্যের সহায়তা পাবেন। ব্যবসায় সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে লাভবান হবেন বৃষ রাশির জাতকরা। আকস্মিক অর্থলাভ হবে। আর্থিক অবস্থা ভালো হবে বৃষ রাশির জাতকদের।
3/5সিংহ রাশি- শনিদেব উদিত হওয়ার ফলে সিংহ রাশির জাতকদের অনুকূল সময় শুরু হয়েছে। সিংহ রাশির যে স্থানে শনিদেব উদিত হয়েছেন, তার ফলে সিংহ রাশির জাতকরদের জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। নয়া কাজ শুরু করলে ভালো ফলাফল মিলবে। যে সিংহ রাশির জাতকরা অবিবাহিত, তাঁরা বিয়ের প্রস্তাব পাবেন। অংশীদারিত্বের কাজে সাফল্য লাভ করবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5তুলা রাশি- শনিদেব উদয় হওয়ার ফলে তুলা রাশির জাতকদের জীবনে ইতিবাচক প্রভাব পড়ছে। জীবনে সুখ-সমৃদ্ধি বেড়েছে। ব্যবসায় মুনাফা বাড়বে তুলা রাশির জাতকদের। নয়া কাজ শুরু করলে তাতে সাফল্য লাভ করবেন। সাফল্যের বিশেষ যোগ তৈরি হবে। চাকরিতে উন্নতি হতে চলেছে।
5/5মকর রাশি- ৬ মার্চ শনি যে উদিত হবেন, তার ফলে মকর রাশির জাতকদের জীবনে ভালো ফল মিলবে। ভাগ্যের সহায়তা পাবেন মকর রাশির জাতকরা। আকস্মিক অর্থলাভের যোগ তৈরি হচ্ছে। স্বাস্থ্যের উন্নতি হবে মকর রাশির জাতকদের।